প্রতারকদের হাত থেকে বাঁচতে কিছু টিপস দিলো ভারতীয় ষ্টেট ব্যাঙ্ক

banner

#Pravati Sangbad Digital Desk:

বিংশ শতকে দাঁড়িয়ে বর্তমানে আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি বেশি করে। অনলাইন শপিং হোক কিংবা আর্থিক লেনদেন, সব কিছুতেই এগিয়ে অনলাইন। সেই সাথে যোগ দিয়েছে গুগুল পে, পেটিএম, ইয়োনো এসবিআই এর মতো আর্থিক লেনদেন অ্যাপও বাজারে এসেছে, যার ফলে ব্যাঙ্ক গিয়ে লেনদেন কমেছে অনেকটাই, সেই সাথে ব্যাঙ্ক পাশবুক আপডেট করার রীতিও আগের তুলনাই অনেকটাই কম। তবে প্রযুক্তির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে আর্থিক প্রতারনাও। অনেক সময়েই এসবিআই এর নামে প্রতারকরা গ্রাহকদের ফোনে এসএমএস পাঠিয়ে থাকে, যার মধ্যেই লুকিয়ে থাকতে প্রতারণা চক্র। 
তবে প্রতারকদের থেকে দূরে থাকার উপায় বলল ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের মতে, তাদের ব্যাঙ্কের তরফ থেকে যে বার্তা পাঠানো হয়, তা সব সময় SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB এই সমস্ত কোড গুলি ব্যাবহার করে করা হয়ে থাকে, শুধু তাই নয় এই সমস্ত কোড গুলি থেকে কোন বার্তা এলে তা পুরোপুরি ভাবে নিরাপদ বলেই জানাচ্ছেন ভারতীয় ষ্টেট ব্যাঙ্কের আধিকারিকরা। সেই সাথে তারা আরও জানিয়েছেন, ষ্টেট ব্যাঙ্ক কখনও তাদের গ্রাহকদের কাছ থেকে কোন রকম গোপন তথ্য, যেমন আঁধার নম্বর বা অ্যাকাউন্ট ডিটেলস ব এটিএম এর পিন জানতে চাই না, তাছাড়া প্রতারকদের থেকে আসা যে কোন বার্তা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, তার মধ্যে রয়েছে ব্যাকারনগত বা তথ্য গত ভুল, তাছাড়া ষ্টেট ব্যাঙ্কের কোড তারা ব্যাবহার করতে পারে না কোন ভাবেই।

Journalist Name : sagarika chakraborty

Related News