ডিএ মামলায় আদালত অবমাননার মামলা দাখিল রাজ্যের বিরুধে

banner

#Pravati Sangbad Digital Desk:

আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টে দাখিল হল আদালত অবমাননার মামলা। উল্লেখ্য, গত মে মাসে বিচারপতি হরিশ টন্ডন  এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। গত শনিবার ২০শে আগস্ট পেড়িয়ে গিয়েছে তিন মাসের সময়সীমা কিন্তু এখনও দেওয়া হয়নি বকেয়া ডিএ। তাই এবার ইউনিটি ফোরামের পক্ষ থেকে রাজ্য সরকারে নামে আদালত অবমাননার মামলা দাখিল করা হয়েছে। বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে করা হয়েছে মামলা। প্রসঙ্গত, গত মে মাসে রাজ্যের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন বিপুল পরিমাণে ডিএ দেওয়ার মতো অর্থ রাজ্যের কোষাগারে নেই। সেই যুক্তি খারিজ করে দেন বিচারপতিরা। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল আগামী তিন মাসের মধ্যে ষ্টেট অ্যাডমিনস্ট্রেটিভ ট্রাইবুনালের রায় কার্যকর করার জন্য। কিন্তু কোন কিছুতেই গ্রাজ্য করেনি রাজ্য সরকার। অন্যদিকে গত ১২ই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের রায় পুনবিবেচনার আর্জি জানানো হয়েছে। যদিও এখনও তার শুনানি হয়নি। রাজ্যের সমস্ত কর্মী সংগঠনগুলিও নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকারকে। তারা চিঠি দিয়ে জানিয়েছে, যদি এক সপ্তাহের মধ্যে উত্তর না দেয় রাজ্য তাহলে, আদালত অবমাননার মামলা করবে তারা সকলেই। বর্তমানে কেন্দ্রের কর্মীরা ডিএ পান ১০০ শতাংশের ওপরে সেখানে রাজ্যের কর্মীদের ডিএ ৬০ শতাংশের কিছু ওপরে। সুতরাং মহার্ঘ ভাতার ফারাক আকাশ পাতালের। বর্তমান বাজার দর মেটাতে কার্যত হিমশিম সাধারণ মানুষ থেকে রাজ্য সরকারের কর্মীরা, বাজার দর বাড়লেও বাড়েনি মহার্ঘ ভাতা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News