৬০ হাজার টাকা অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দাখিল হাইকোর্টে

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। গত বছর পর্যন্ত টাকার অংকটা ছিল ৫০ হাজার। সেই সাথে বিদ্যুতের বিলে ছাড় পাবে ৬০ শতাংশ। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো। এবার রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দাখিল হল জনস্বার্থ মামলা। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের এজলাসে দাখিল হয়েছে মামলা। হাইকোর্ট সূত্রে খবর, খুব দ্রুত শুনানি হবে মামলার।
উল্লেখ্য, গত বছর ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই কারণে এবার সাজসাজ রব গোটা বাংলা জুড়ে। এদিন পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই বছর পুজো শুরু হবে এক মাস আগে থেকেই। অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকেই রাজ্যে ঢাকে কাঠি পড়বে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্যও দীর্ঘ ছুটির তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিলেও রাজ্য সরকারের কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে বিরত রেখেছে রাজ্য সরকার। সরকার পক্ষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে যুক্তি দেখিয়েছিল রাজ্যের হাতে এত পরিমাণ মহার্ঘ ভাতা এই মুহূর্তে দেওয়ার মতো অর্থ নেই। তবে এত টাকা অনুদান কিভাবে? উঠছে প্রশ্ন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News