পশ্চিমবঙ্গ জেলা থেকে ১৭টি গরু উদ্ধার! পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের

banner

#Pravati Sangbad Digital Desk:

অন্তত ১৭টি গরু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে উদ্ধার করা হয়েছে যখন মঙ্গলবার একটি দুধ ডেলিভারি ভ্যানে পশু পাচার করা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে পাঁচটি গরু মারা গেছে বলে জানা গেছে। “আমরা চালকসহ তিনজনকে আটক করেছি। গরু পাচার হচ্ছিল। তাদের আনা হয়েছিল বিহার থেকে। গন্তব্য এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ চলছে, ”একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন। বিহারের সাথে সীমান্তবর্তী পুরুলিয়া জেলায় ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে ভ্যানটি বিহার থেকে পুরুলিয়ায় প্রবেশ করার পরে বাঁকুড়া জেলার দিকে দ্রুত যাচ্ছিল এবং এটি NH60 বরাবর একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাক্রমে ভ্যানের পিছনের শাটার খুলে যায় এবং গ্রামবাসীরা অন্তত ২২টি গরু ভিতরে দেখতে পায়। তারা পুলিশকে খবর দেয় এবং ভ্যানটিতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো ছিল। “অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে ইয়াসিন খান, নেহাল কুরেসি এবং মিরাজ কুরেসি। তিনজনই বিহারের বাসিন্দা হলেও গাড়িটিতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট ছিল। ঘটনাটি এমন একটি সময়ে আসে যখন সিবিআই টিএমসি নেতাদের জড়িত গরু চোরাচালান কেলেঙ্কারির তদন্ত করছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন। “@WBPolice কে কিংপিন @MamataOfficial দ্বারা গবাদি পশু পাচারের অভিনব উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। পুষ্পা সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে পুরুলিয়ায় গবাদি পশু সরানোর জন্য একটি আমুল (দুধ) কন্টেইনার ব্যবহার করা হচ্ছিল। গাড়িটি দুর্ঘটনার মুখোমুখি হওয়ায় এবং রাস্তা থেকে ছিটকে পড়ায় এটি উন্মোচিত হয়েছিল,” অধিকারী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।পশ্চিমবঙ্গের ভারত-বাংলা সীমান্তে একসময় গবাদি পশু পাচারের প্রবণতা ছিল যদিও গত চার বছরে সংখ্যা কমে গেছে। বিএসএফ ২০১৮ সালে সীমান্তে অন্তত ৩৮,৬৫৭টি গবাদি পশু আটক করেছে। ২০২১ সালে, সীমান্ত বাহিনী মাত্র ১,৬১১টি জব্দ করেছিল। এর পরিবর্তে উদ্বেগজনকভাবে বেড়েছে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ও সাইকোট্রপিক দ্রব্যের চোরাচালান। টিএমসি নেতা কুণাল ঘোষ অবশ্য সীমান্ত নিরাপত্তা আধিকারিকদের প্রশ্ন করেছেন। "গরুদের ডানা নেই। তারা সীমান্তে সমস্ত পথ উড়তে পারে না এবং তারপরে নিজেরাই পার হতে পারে। উত্তরপ্রদেশ ও বিহার থেকে কীভাবে গরু পাচার হয়? কী করছে উত্তরপ্রদেশ পুলিশ। বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এখতিয়ারের অধীনে। তারা কি করছে?" বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Journalist Name : Suchorita Bhuniya