ডিএ মামলার মাঝে আবারও অস্বস্তিতে রাজ্য সরকার

banner

#Pravati Sangbad:

ডিএ মামলার মাঝে আবারও অস্বস্তিতে রাজ্য সরকার, পাবলিক প্রসিকিউটর-এর বকেয়া অর্থ মিটিয়ে দিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতির
ডিএ মামলার মধ্যে ফের অস্বস্তি বাড়লো রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের প্রাক্তন পাবলিক প্রসিকিউটর মনজিত সিংহের বকেয়া ৫৫ লক্ষ টাকা আগামী ২ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। উল্লেখ্য, আদালতে পাবলিক প্রসিকিউটর হিসাবে যে সমস্ত আইনজীবীরা সরকারের হয়ে মামলা লড়েন তাদের জন্য নির্ধারিত অর্থ দেয় রাজ্য সরকার। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত রাজ্যের পাবলিক প্রসিকিউটর থাকা মনজিত বাবু রাজ্যের কাছে কোন রকম অর্থ পাননি বলে মামলা করেছিলেন আদালতে। এবার তারই রায় দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শুধু তাই নয় ৫৫ লক্ষ টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা ১০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী-সহ নবান্নের সমস্ত দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে আইনি পথে হাঁটতে বাধ্য হন মনজিত সিংহ। আর তাতেই মিলেছে সাফল্য। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়েও টানাপোড়েন চলছে রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের মধ্যে। কিন্তু তাতেও টনক নড়েনি রাজ্যের। তার মধ্যেই আদালতের এমন নির্দেশে কার্যত নাজেহাল অবস্থা রাজ্য সরকারের।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News