কর্মী বিরতিতে বেনজির দৃষ্টান্ত কলকাতা হাইকোর্টে,যাবতীয় নথি নিজের হাতেই তুলে নিলেন প্রধান বিচারপতি

banner

#Pravati Sangbad Digital:

কর্মী বিরতিতে বেনজির দৃষ্টান্ত কলকাতা হাইকোর্টে, যাবতীয় নথি নিজের হাতেই তুলে নিলেন প্রধান বিচারপতি
রাজ্য আর কলকাতা হাইকোর্ট বর্তমানে একে অপরের পরিপূরক বলাই বাহুল্য। রাজ্যের বিভিন্ন কর্মসূচি নিয়ে একের পর এক মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। আর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা কারোর অজানা নয়। সম্প্রতি দুঘন্টা কর্ম বিরতির ডাক দিয়েছিল রাজ্যের কর্মী সংগঠনগুলি। আর তাতেই বেনজীর দৃষ্টান্ত তৈরি করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জানা গিয়েছে, এদিন হাইকোর্টের সমস্ত কর্মীরা বেরিয়ে এসে বিক্ষোভ দেখতে শুরু করেন বাইরে বেরিয়ে। তখন প্রধান বিচারপতি নিজেই মামলার সমস্ত ফাইল তুলে নিয়ে আসেন নিজের টেবিলে। এই ধরনের ঘটনা সত্যিই বেনজির। রাজ্যের কর্মীদের ৩১ শতাংশ মহার্ঘ ভাতা এবং বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে রাজ্য সরকার। কোনরকম কর্ণপাত নেই তাতে। এ নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছে হাইকোর্টে।
অন্যদিকে রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান এবং বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলাও হয়েছে। খুব তাড়াতাড়ি শুনানি হবে মামলার। আর একই পথে হেঁটেছে কলকাতা হাইকোর্টের কর্মীরাও। মূলত বিচারপতিদের যাবতীয় নথি হাতের সামনে দেওয়ার জন্য থাকেন কর্মীরা। কিন্তু এদিন বিচারপতিদের এজলাস থেকে বেরিয়ে পড়েন সকলেই। প্ল্যাকার্ড হতে বিক্ষোভ দেখতে শুরু করেন সকলে। খানিকটা বাধ্য হয়েই নিজের দরকারি নথি নিজেই তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News