পর্ষদের ভুলের ৫বছর খেসারত দিতে ২৩ জন TET উত্তীর্ণ নিয়োগের নির্দেশ হাই কোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের ৫ বছর পার।গত ৫ বছরের সেই ভুলেরই দায়ভার এখন ২৩ জন চাকরিপ্রার্থীর।ইতিমধ্যেই সেই ভুলের প্রায়শ্চিত্তস্বরূপ সোমবার পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।নির্দেশে বলা হয়, আগামী ২৩ দিনের মধ্যেই ২৩ জন চাকরিপ্রার্থীকে চাকরি দিতে হবে। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষার্থী ছিলেন ২৪ জন।সেবছরই পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল বলে এমনটাই  জানা গিয়েছে।স্বাভাবিকভাবেই ২০১৬ সালের ফল প্রকাশে তাঁরা টেট পাশ করেননি।যার জেরে সেই সময়ে চাকরি পাওয়া থেকেও বঞ্চিত থাকেন তাঁরা।পাশাপাশি পর্ষদের প্রশ্নে ভুল থাকায় ছ' নম্বরের জন্য চাকরি পাননি বলে অভিযোগ করেন ওই পরীক্ষার্থীরা এইপ্রসঙ্গে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেছেন, বোর্ডের ভুলে পাঁচ বছর চাকরি পাননি তাঁরা।ফলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এঁদের চাকরির ব্যবস্থা করতে হবে।পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, এই ধরনের মামলা যত আসবে তিনি সেগুলিকে বিবেচনা করবেন।


Journalist Name : Riya Some

Related News