স্পন্ডিলাইটিস ধরা পড়লেই চিকিৎসা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

banner

#Pravati Sangbad Digital Desk:

সুগার প্রেসারের মতো দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি করে আরও একটি রোগ যা হল স্পন্ডিলাইটিস। চিকিৎসকরা জানাচ্ছেন, সুগার প্রেসারের মতো পারিবারিক কারণে এই সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিকভাবে ঘাড়ে মাথায় ব্যাথা, বমি ভাব দেখা দেয় এই রোগে। তবে অনেকেই সাধারণ ব্যাথা বেদনা ভেবে এড়িয়ে যান। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রথমদিকে ধরা পড়লে এই রোগের নিরাময় সম্ভব। স্পন্ডিলাইটিস শরীরে বাসা বাঁধলে কোমর বা কোমরের নীচের অংশে ব্যাথা দেখা দেয়। তাকেই অনেকে সাময়িক ব্যাথা বলে এড়িয়ে যান। তাছাড়া স্পন্ডিলাইটিস দেখা দিলে শিরদাঁড়ার আশেপাশে ব্যথা দেখা দেয়। একই সাথে লিগামেন্টে টান ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি, ঠিক সময় চিকিৎসা না হলে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। তাছাড়া চোখের দৃষ্টি শক্তিও কমে আসে ধীরে ধীরে। স্পন্ডিলাইটিস সাধারণত ঘাড়ে কিংবা কোমরের অংশে দেখা যায়, যা মূলত জয়েন্ট বলা চলে। স্পন্ডিলাইটিস ধরা পড়লে ভারী জিনিসপত্র তোলা, একটানা অনেকক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকা পুরোপুরি ভাবে বারন করছেন চিকিৎসকরা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News