পুজোর আগেই শিক্ষক নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজোর আগেই এসএসসি চাকুরি প্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই তদন্ত শেষ করে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি বলেন, “গত এপ্রিল মাসে তদন্তের নির্দেশ দিয়েছিলাম। ৫ মাস পেড়িয়ে গেছে। আর অপেক্ষা করানো যাবে না প্রার্থীদের”। এদিন এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের বৈঠক করার জন্য বলেছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই এসএসসি নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। চাকরি হারিয়েছেন অনেকেই। সামনে এসেছে বহু হেভিওয়েট ব্যাক্তিদের নাম। এদিকে আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি এসএসসিকে প্রশ্ন করেন, “কত জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন?” উত্তরে এসএসসি জানাই, “এখনও পর্যন্ত জানা নেই। সিবিআই তদন্ত করছে”। অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ৯২৩ জনের নথি ভালোভাবে খতিয়ে দেখে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি। সিবিআই আদালতে জানিয়েছে, “তদন্ত চলছে। মামলাও হয়েছে, সেই ভিত্তিতে গ্রেফতার হয়েছেন বেশকিছু জন”। সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে চাকরি প্রার্থীদের এখন একমাত্র ভরসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News