Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

শেষমেষ শুরু হল ২০২২ প্রাথমিক টেট-এ বসার আবেদন, কিছুটা স্বস্তি চাকরিপ্রার্থীদের

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ শুরু হলো প্রাথমিক টেট-এ বসার অনলাইন আবেদন। শুক্রবার বিকাল চারটে থেকে শুরু হয় অনলাইন আবেদন। ৩ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত করা যাবে পরীক্ষায় বসার আবেদন। দীর্ঘদিন পরে প্রাথমিক টেট এর পরীক্ষা পুনরায় শুরু হওয়ায় খুশী চাকরিপ্রার্থীরা।শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময়ই বড় পদক্ষেপ সরকারের। পূর্বে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন যারা, তাঁরা সকলেই আজ হাজতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা; SSC'র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকেই রয়েছেন অন্দরে। যা নিয়ে কার্যত শাসকদলকে প্রতি মূহুর্তে বিদ্ধ করেছে বিরোধীরা। দুর্নীতি প্রমাণ হতেই 'চাকরি চোর' তকমায়ে ভূষিত করা হয় শাসকদলের নেতাদের। মাত্র কয়েক মাসের মধ্যে বিধ্বস্ত হয়ে পড়ে সরকার। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই নয়া নির্দেশিকা রাজ্যের। সরকারের ঘোষণা মত ১১ ই ডিসেম্বর ২০২২ এই হতে চলেছে রাজ্যের পরবর্তী প্রাথমিক টেট-এর পরীক্ষা। গত ১৪ ই অক্টোবর প্রাথমিক শিক্ষা সংসদ এর অফিসিয়াল ওয়েবসাইট এ এবিষয়ে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়। যেখানে জানানো হয় ওইদিন বিকাল চারটে থেকেই পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদন করা যাবে।

আবেদন করা যাবে www.wbbpe.org এই ওয়েবসাইটের মাধ্যমে। ৩ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন। আবেদন করতে ক্লিক করতে হবে ওয়েবসাইটে থাকা 'online Application for teacher Eligibility Test 2022(TET-2022) for classes I-V' নামক লিঙ্কটিতে। এছাড়াও সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সংরক্ষিত প্রার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দ্বাদশ এবং স্নাতক স্তরে ৫ শতাংশ নম্বর কম থাকলেও পরীক্ষায় বসতে পারবেন এসসি, এসটি, ওবিসি বিভাগের চাকরি প্রার্থীরা। পাশাপাশি একইদিনে সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয় উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ সংক্রান্ত আরও এক বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। ইন্টারভিউ এ ডাকা হবে সর্বমোট ১৫৮৫ জনকে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর শুক্রবার থেকেই শুরু হয়েছে কল লেটার পাঠানোর প্রক্রিয়া। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। যা নিয়ে রীতিমত পথে নেমেছিল চাকরিপ্রার্থীরা। চলতি বছরে নিয়োগ সংক্রান্ত একের পর দূর্নীতি সামনে আসতেই নড়েচড়ে বসে সরকার। শেষমেষ একই দিনে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের জোড়া বিজ্ঞপ্তিতে বেজায় খুশী চাকরিপ্রার্থী তথা আন্দোলনকারীরা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News