জলের পরিবর্তে বেরোচ্ছে আগুন, আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

banner

#Pravati Sangbad Digital Desk:

পরিত্যক্ত জলের কল থেকে হঠাৎ নির্গত হচ্ছে আগুন। ঘটনাস্থল পরিদর্শনে বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা। কয়েকদিন আগে পর্যন্ত‌ও কল থেকে কেবল জল‌ই নির্গত হতো। কোমড়ে কলসি নিয়ে জল আনতে আসতেন গ্রামের মেয়ে-ব‌উ'রা। কিন্তু বিগত দু'দিন ধরে জলের দেখাই নেই কলটিতে। পরিবর্তে কল খুললেই বেড়িয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ভুতুড়ে এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার অন্তর্গত দিবাকরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুর গ্রামে। বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই কলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। যথারীতি মিস্ত্রী এনে সারানোর পর দিব্যি জল‌‌ও পড়ছিল কল থেকে। কিন্তু হঠাৎই জল পড়া বন্ধ হয়ে যায়। পরিবর্তে কল খুললেই বেড়িয়ে আসতে থাকে আগুন। ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয় গ্রামবাসীদের মনে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানিয় থানার পুলিশ আধিকারিকরা। এক‌ইসাথে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ওই অঞ্চলের বিডিও। এছাড়াও কোনো সমাধানসূত্র খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় বিজ্ঞান মঞ্চে। উপস্থিত হন বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা। দীর্ঘক্ষণ তদন্ত করে তাঁরা জানান - পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকায় কলের মধ্যেকার স্থান ফাঁকা হয়ে যায়। ফলে মাটির মধ্যেকার গ্যাস কলের মধ্যে দিয়ে উপরে উঠে আসতে শুরু করে। আর কলের মুখ খুললেই তা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। বেড়িয়ে আসতে থাকে আগুন। যদিও এই ঘটনায় আতঙ্কিত হ‌ওয়ার কোনো কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। পরে বিডিও-র উপস্থিতিতে বস্তা চাপা দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কল টিকে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News