“ফল প্রকাশিত করলে আন্দোলন তুলে নেব” কলকাতা হাইকোর্টে দাখিল জনস্বার্থ মামলা

banner

#Pravati Sangbad Digital Desk:

পর্ষদ ফল ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ফল প্রকাশ করলেই থেমে যাবে আন্দোলন, দাবি আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। এ নিয়ে আজ কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে জনস্বার্থ মামলা। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি লতিপা বন্দ্যোপাধ্যায় পর্ষদ চত্বরে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন। সেই সাথে আরও নির্দেশ দেন প্রশাসনকে ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে পর্ষদ কর্মীদের সুরক্ষা। গতকাল হাইকোর্টের এই নির্দেশের পরেই পুলিশ গিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীদের।

 অন্যদিকে অনশনকারীরা সরলেও, তাঁদের বক্তব্য, “আমাদের আন্দোলন চলবে। যতদিন না আমাদের ন্যায্য বিচার হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। আমাদের ফল প্রকাশ করলেই আমরা আন্দোলন তুলে নেব”। এ নিয়ে আজ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল হয়েছে। যদিও প্রথমে আদালত আইনজীবীকে বলেন, “কোর্ট কি করবে তাতে? তাহলে কি এবার কোর্ট নিয়োগপত্র দেবে”। যদিও পরে বিচারপতি জনস্বার্থ মামলা গ্রহণ করেন। সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাই, ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের আবার ইন্টার্ভিউ দিতে হবে ২০১৭ সালের প্রার্থীদের সাথে। অন্যদিকে ইতিমধ্যেই দু’বার তাঁদের ইন্টার্ভিউ নিয়েছে পর্ষদ। কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। অন্যদিকে ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের সাথে তাঁদের নম্বরের ফারাক রয়েছে বিস্তার, তার কারণ সিলেবাস। অন্যদিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি অন্যায্য বলে ইতিমধ্যেই জানিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল। পাশপাশি ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের প্রতিবাদে আন্দোলনের পথ বেঁছে নিয়েছে ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাও।  
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News