হরপা বানে মৃত্যুর ঘটনা নিয়ে শাসক-বিরোধী তরজা

banner

#Pravati Sangbad Digital Desk:

হরপা বানের দাপটে মুহুর্তের মধ্যে ঘনিয়ে আনলো শোকের আবহাওয়া।সরকারিভাবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর ৮।এহেন পরিস্থিতিতে এই দুর্ঘটনার জন্য শুরু রাজনৈতিক তরজা।পাশাপাশি মালবাজারের এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় পুরসভার চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দফতর মন্ত্রীকেই কাঠগড়ায় তুলল গেরুয়া শিবির। 
উল্লেখ্য গোটা ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে লিখেছেন যে, '"এটা কি নিছকই কোনও দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? বালি ও পাথর মাফিয়াদের সাহায্য করতে মালবাজার পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে তৈরি করা হয়েছিল কৃত্রিম বাঁধ। যার কারণেই মৃত্যু হল এতগুলি প্রাণের? সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর গ্রেফতার এবং মালবাজার পুরসভার চেয়ারম্যানের গ্রেফতারির দাবি জানাচ্ছি"। 
পাশাপাশি উক্ত দুর্ঘটনা নিয়ে অধীর চৌধুরী পাল্টা জানান যে, "এই বাংলায় মানুষের জীবনের তো কোনও মূল্য নেই। হরপা বানে মরে , তড়িতাহিত হয়ে মৃত্যু হয়। চলতে চলতে মরে , ড্রেনে পরে মরে , ডেঙ্গিতে মরে। এই বাংলায় মৃত্যু তো ছেলেখেলা। আসল খেলা দিদি খেলতে জানেন , বাকি সব কিছু ছেলে খেলা"।

Journalist Name : Riya Some

Tags:

Related News