দীর্ঘ দু’বছর পর রেড রোডে কার্নিভাল, থাকছে পুলিশের ডেয়ার ডেভিল স্টান্ট

banner

#Pravati Sangbad Digital Desk :

দীর্ঘ দু’বছর পর ফের রেড রোডে দুর্গা পুজোর কার্নিভাল। কলকাতার ছোট বড় মিলিয়ে প্রায় ১০০টি পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। ইতিমধ্যেই রেড রোড সেজে উঠেছে কার্নিভালকে কেন্দ্র করে। রাজ বাড়ির নাটমন্দিরের আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। সেই কারণে পুলিশের আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনীতে মুরে ফেলা হয়েছে রেড রোড চত্বর। সূত্রের খবর, প্রতিটি পুজো কমিটির জন্য বরাদ্দ থাকবে তিনটি ট্রলি। যার মধ্যে একটিতে থাকবে প্রতিমা অন্য দুটিতে ট্যাবলো।

 রাজ্যের তরফ থেকে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যপাল লা গণেশানকে। অন্যদিকে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলিকেও আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, প্রায় ২০ হাজার পাস মঞ্চুর করেছে রাজ্য সরকার। অন্যদিকে এবার কার্নিভালের মূল আকর্ষণ কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল স্টান্ট, সেই সাথে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হবে শনিবারের কার্নিভাল অনুষ্ঠান। যদিও শারীরিক অসুস্থতার কারণে ডোনা গাঙ্গুলি উপস্থিত নাও থাকতে পারেন বলে জানা গিয়েছে। দীর্ঘ দু’বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল রাজ্যের দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠান। চলতি বছর বেশ ভালোভাবেই রাজ্যে পালিত হয়েছে শারদোৎসব। অন্যদিকে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে রাজ্যের দুর্গা পুজো। সেই কারণে এইবারের পুজোয় বাড়তি উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। সরকারি সূত্রে খবর, শনিবার বিকেলে ফোর্ট উইলিয়াম থেকে কার্নিভাল শুরু হয়ে কলকাতা পুলিশ মেমোরিয়াল পর্যন্ত যাবে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News