Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

আমেরিকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির, অক্ষরধাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়

banner

#Pravati Sangbad Digital Desk:

মার্কিন মুলুকের নিউ জার্সিতে বিশাল হিন্দু মন্দির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ৷ বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাটে ৷ তারপরেই নিউ জার্সির এই অক্ষরধাম মন্দির। 

বর্তমান যুগে নির্মিত ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে নিউ জার্সিতে (New Jersey)। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত এই মন্দিরের (Swami Narayan Temple) দ্বারোদ্ঘাটন হবে আগামী মাসেই। যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয় থেকে সকল হিন্দুদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম মন্দির হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে কাম্বোডিয়ার আংকোর ওয়াট মন্দিরটি। কাম্বোডিয়ায় ১২ শতকের আংকোর ওয়াট মন্দির। ৫০০ একর জায়গাজুড়ে নির্মিত ১২ শতকের এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আার ১০০ একর জায়গাজুড়ে নির্মিত অক্ষরধাম মন্দিরটি ২০০৫ সালের নভেম্বরে জনগণের জন্য খুলে দেওয়া হয়।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের প্রায় ৯০ কিলোমিটার দূরে এবং ওয়াশিংটন ডিসি-র ২৭৯ কিলোমিটার উত্তরে নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে ১৮৩ একর জায়গার উপর নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরটি। এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। হিন্দুদের বিশ্বাস মোতাবেক রীতি-রেওয়াজ মেনেই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ৮ অক্টোবর।


নিউ জার্সি শহরে ১৮৩ একর জায়গার উপর অবস্থিত অক্ষরধাম মন্দিরটি দৈর্ঘ্যে ২৫৫ ফুট, প্রস্থে ৩৪৫ ফুট এবং উচ্চতায় ১৯১ ফুট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরটির নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালে এবং কাজ শেষ হয় চলতি বছরে। অর্থাৎ ২০১১ সাল থেকে ২০২৩ সাল, দীর্ঘ ১২ বছর সময় লেগেছে মন্দিরটির কাজ সম্পূর্ণ করতে। সাড়ে ১২ হাজারের বেশি ভলান্টিয়ার মন্দিরটির নির্মাণকাজে যুক্ত ছিলেন। আমেরিকার নিউ জার্সিতে নির্মিত এই অক্ষরধাম মন্দিরটির ভিতরে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নকশা করা হয়েছে। নির্মিত হয়েছে দেশটির সর্ববৃহৎ মন্দির। মন্দিরের নজরকাড়া স্থাপত্য প্রশংসার দাবিদার। প্রতিটি মিনার থেকে ছাদ ও অন্দরসজ্জায় নিখুঁত কারুকাজে হিন্দু ধর্মের চরিত্র ও গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ১০ হাজার মূর্তি এবং ভারতীয় বাদ্যযন্ত্র, নৃত্যকলা ও প্রাচীন ভারতীয় নকশা মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। স্বাভাবিকভাবেই, কেবল নিউ জার্সি বা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারতীয়-সহ গোটা বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দিরটি। 

স্বামীনারায়ণ সংস্থার অক্ষরবৎসলদাস স্বামী এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের আধ্যাত্মিক নেতা (প্রমুখ স্বামী মহারাজ)-এর লক্ষ্য ছিল, পশ্চিমী দুনিয়ায় এমন একটি জায়গা থাকা উচিত যেটি বিশ্বের সমস্ত মানুষের জায়গা হতে পারে। কেবল হিন্দু বা ভারতীয়দের জন্য নয়, কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। এটি সমগ্র বিশ্বের জন্য হওয়া উচিত যেখানে লোকেরা এসে হিন্দু ঐতিহ্যের ভিত্তিতে কিছু মূল্যবোধ, সার্বজনীন মূল্যবোধ শিখতে পারে।”


নিউ জার্সির এই অক্ষরধাম মন্দিরটি সম্পূর্ণভাবে হিন্দু মন্দিরের নকশায় নির্মিত। এই মন্দিরে একটি প্রধান মন্দির, ১২টি উপ-মন্দির, নয়টি শিখর (শিখরের মতো কাঠামো), এবং নয়টি পিরামিডের মতো শিখর রয়েছে। এছাড়াঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজ রয়েছে। এছাড়া গোলাপী পাথর, লাইমস্টোন, মার্বেল ও গ্রানাইট-সহ চার ধরনের পাথর দিয়ে মন্দিরটি নির্মিত হয়েছে। পশ্চিমী দুনিয়ায় হিন্দু সংস্কৃতির এটি একটি অনন্য নিদর্শন হতে চলেছে বলে জানান অক্ষরবৎসলদাস স্বামী। আগামী ৮ অক্টোবর BAPS-এর প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির দ্বারোদ্ঘাটন করবেন। তারপরই সকলের জন্য মন্দিরটি খুলে দেওয়া হবে।

Journalist Name : প্রিয়শ্রী

Related News