ভোটমুখি কাশীতে বিশ্বনাথ দর্শন মোদীর

banner

#Pravati Sangbad Digital Desk:

পুরান মতে ভারতের সব থেকে পুরনো জনপদ কাশী। স্বয়ং মহাদেবের রাজ। জীবনে একবার কাশীর বিশ্বনাথ দর্শন না করলে নাকি জীবন স্বার্থক হয় না, লোক শ্রুতি অনুযায়ী সকল তীর্থ বারবার কিন্তু কাশী ধাম একবার। এমনকি কাশীতে মৃতদেহ দাহ করলে নাকি সরাসরি মৃতের আত্মার স্বর্গ লাভ ঘটে। সুতরাং হিন্দুদের কাছে বেনারস বা কাশীর মাহাত্ম অনেকখানি। সারা বছরই ভিড় দেখা যায় পুণ্যভূমি কাশীতে। সেই সাথে কাশীর সরু গলিরও আলাদা নস্টালজিক অনুভুতি আছে। আর এবার গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন কাশীর বিশ্বনাথ করিডর।


২৫ ফুট চওড়া ঝা চকচকে রাস্তা সরাসরি যুক্ত করবে ললিতা ঘাটের সাথে বিশ্বনাথের মন্দিরকে। ভক্তরা গঙ্গা স্নান সেরে সরাসরি বাবা বিশ্বনাথকে প্রণাম করতে পারবেন। এতদিন গঙ্গা স্নান সেরে কাশীর সরু গলি দিয়ে যেতে হত বিশ্বনাথ মন্দির। পুরো করিডর উদ্বোধন না হলেও প্রথমার্ধ উদ্বোধন করলেন কালই। কাল মন্দির যাওয়ার পথে ভিড় সামাল দিতে রীতিমত হিমসিম খেয়েছেন প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা। কাশীর রাস্তাই তখন থিকথিকে ভিড়, অগুনিত মানুষের মাথা, অনেকে গেরুয়া পরিহিত সাধু। সকলেই কাছ থেকে একবার দেশের প্রধানমন্ত্রীকে দেখতে চান, ক্রমশ জমাট বাঁধছে ভিড় অবশেষে থামল প্রধানমন্ত্রীর গাড়ি, দেহরক্ষীরা তখন ভিড় সামাল দিতে মরিয়া্‌ কিন্তু নরেন্দ্র মোদীর নির্দেশেই তারা সরে দাঁড়ালো। ভক্তদের দেওয়া উত্তরীয় থেকে শুরু করে মালা সবই গ্রহণ করলেন তিনি। সোমবার দুপুর ১২ টায় তার আসার কথা থাকলেও সময়ের অনেক আগেই পৌঁছে যান তিনি। কাশী পৌঁছেই তিনি কাল ভৈরব মন্দিরে পুজো দেন তার পরেই বিশ্বনাথ দর্শন। ললিতা ঘাটে তাকে স্বাগত জানানো হল ডমরু বাজিয়ে, এরপর ললিতা ঘাটে গঙ্গা স্নান সেরে সূর্য প্রনাম সারলেন দেশের প্রধান মন্ত্রী। গঙ্গা স্নান সেরে তিনি গেলেন বিশ্বনাথ মন্দির আর তার পরেই সেই ঐতিহাসিক মুহূর্ত। কাশীর বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সঙ্গে ছিলেন বিজেপি শাসিত ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।  


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন মঞ্চে বক্তিতা দিতে উঠে বলে, “ বারাণসীর সরু নংরা গলি দেখে স্বয়ং গান্ধীজী কষ্ট পেয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই কষ্ট লাঘব করলেন”, এছাড়া করিডর তৈরির শ্রমিকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, “ কাশী অনেকবার সন্ত্রাসের স্বীকার হয়েছে, মুসলিম শাসক থেকে শুরু করে ব্রিটিশ সরকারের হাতে অত্যাচারিত হয়েছে কাশী, অনেক পরিবর্তনের সাক্ষী কাশী। তবে কাশীর উন্নয়ন কোন দিনই থেমে থাকেনি”। ২০১৯ সালে কাশীর স্বপ্নের প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উদেশ্যে ছিল গঙ্গার ঘাট এবং বিশ্বনাথ মন্দিরের পথকে আরও মসৃণ করা। সেই মতো ৮০০ কোটি টাকা বরাদ্দও করা হয় এই প্রকল্পের জন্য। এছাড়া যাত্রা পথে ৪০টির কাছাকাছি মন্দিরের কোন পরিবর্তন না করে সংস্কার করা। প্রকল্প বাস্তবায়িত করতে এখনও পর্যন্ত প্রথম পর্যায়ের শেষে ১০০০ এর বেশি মানুষকে পুনর্বাসন দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।


তবে অনেক বিরোধী দলের মত, দিল্লির সিংহাসনে বরাবরই একটা বড় জোর আসে উত্তরপ্রদেশ বা কাশী থেকে, তাই ভোটমুখি বিশ্বনাথ ধামে নিজের আসন পাকা করতেই এমন কাজ।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News