সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক বিরাট

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ৮ই ডিসেম্বর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল বিরাট কোহলির পরিবর্তে ২২ গজের দুই ফরম্যাটে নতুন অধিনায়ক রোহিত শর্মা। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা। শুরু হয় বোর্ড বনাম প্রাক্তন অধিনায়ক তরজা। বোর্ড প্রেসিডেন্ট প্রাক্তন ভারতীয় সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বিরাট কোহলিকে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিল, তবে তিনি সেই অনুরোধ রাখেননি। এবার বোর্ড প্রেসিডেন্টের বক্তব্যকে সরাসরি নাকচ করলো বিরাট। তার বক্তব্য বোর্ডের তরফ থেকে তাকে কোন অনুরোধ জানানো হয়নি।


পূর্বে অধিনায়ক বদল নিয়ে একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট মহল। বোর্ড বনাম অধিনায়ক তরজা পুরনো নয়, এমনকি গাঙ্গুলি আমলে কোচ বনাম অধিনায়ক লড়াই দেখেছে ভারতীয় বোর্ড। আর এবারের লড়াইটা মহারথী বনাম মহারথী, একদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর অন্য দিকে আর এক মহারথী কিং কোহলি। বোর্ড প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন, বিরাটকে টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ বারবার করা হয়েছিল, সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু বিরাটের পক্ষ থেকে কোন সদুত্তর না মেলাই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে ভারতীয় বোর্ড। তিনি আরও বলেন সাদা বলের দুই ফরম্যাটে দুই ভিন্ন অধিনায়ক রাখা কোন ভাবেই সম্ভব নয়। গতকাল সাংবাদিক সম্মেলনের শুরুতেই কোহলি জানান, “ তাকে কোন দিনই অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ জানানো হয়নি। বোর্ডের এই মন্তব্য সঠিক নয়”, তিনি আরও বলেন “ আমি প্রথমেই আমার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানাই, তারা আমার কথা শোনে কিন্তু কোন রকম অনুরোধ করনি, বরং বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল এটি ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত”।


বিরাটের বিস্ফোরক মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা, প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। বিরাটের মন্তব্য এখন যজ্ঞে ঘি ঢেলেছে। তবে এখনও পর্যন্ত বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে এই ব্যাপারে কোন জবাব পাওয়া যায়নি। এই ঘটনার পরে শোনা গেছিল নির্বাচক কমিটির প্রধান চেতান শর্মাকে সাংবাদিকদের মুখোমুখি পাঠাতে প্রস্তুত বোর্ড কিন্তু চেতান শর্মাকেও দেখা যায়নি। এদিন ঘটনার পরে প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্করের বক্তব্য, “ বিষয়টি সৌরভের সাথে সম্পর্কিত, তাই বোর্ড প্রেসিডেন্টকেই জিজ্ঞেস করা উচিত কেন দুই জনের মতের পার্থক্য রয়েছে। এ ব্যাপারে বোর্ডকে টানা ঠিক নয়”।  শুধু বোর্ডের কথাই নয়, এদিন সাংবাদিক সম্মেলকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার মতো কোন অনুরোধ তিনি বোর্ডকে করেননি। রোহিত শর্মার সাথে তিনি মাঠে নামতে রাজি নন এই কোথাও মিথ্যে বলে দাবি করেছেন বিরাট কোহলি। তিনি বলেন “ রোহিত একজন যোগ্য অধিনায়ক, দেশের সাফল্য ঠিক আনতে পারবে, এছাড়া রাহুল দ্রাবিড়ের টিম ম্যানেজম্যান্ট অসাধারণ, আমি সব সময় এদের দুই জনের পাশে থাকবো”।


তবে বুধবার সাংবাদিক বৈঠকে বিরাটের মন্তব্যের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটাররা। তাদের মতে প্রেসিডেন্টের প্রতি সন্মান জানানো উচিত ছিল তার। প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ইন্দুভূষণ রায়ের মতে, “ প্রেসিডেন্টের মন্তব্যকে সরাসরি মিথ্যে বলা উচিত হয়নি বিরাটের।“ এখন শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ খোলার পালা, তাহলেই জানা যাবে আসল সত্য।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News