স্কুলে স্কুলে অযোগ্য প্রার্থীদের সন্ধানে এসএসসিঃ আদালতে নির্দেশে এবার চাকরি ছাটাই হবে

banner

#Pravati Sangbad Digital Desk:


দীর্ঘদিন ধরেই চাকরির আবেদন জানিয়ে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন চাকরি প্রার্থীরা । এখন এ ঘটনায় আবার এক নতুন মোড় দেখা দিল। দেখা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ সি পদে ৩৫০এবং গ্রুপ ডি পদে ৫৭৩, অর্থাৎ মোট ৯২৩ জন প্রার্থীকে নিয়ম বহির্ভূতভাবে ২০১৬ এর পরীক্ষায় পাস করিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সমস্ত চাকুরিজীবীদের সরিয়ে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দেয়ার জন্য এস এস সি কে নির্দেশ দিয়েছেন। এসএসসি-এই কাজে উঠে পড়ে লেগেছে এবং জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে নির্দিষ্ট তথ্য ফরমেটে জানতে চেয়েছে চাকরি পাওয়া এই সমস্ত মানুষেরা কোথায় চাকরি করছে, তাদের ইতিমধ্যে চাকরি থেকে অপসারিত করা হয়েছে কিনা, তারা ওই চাকরির জন্য বেতন নিচ্ছে কিনা বা অন্য কোন আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে কিনা । জেলা স্কুল পরিদর্শকেরা এই তথ্যের খতিয়ানে জানাচ্ছে দক্ষিণ ২৪ পরগনাতেই এরকম ৫৪ জনের তালিকা রয়েছে। আরো বিভিন্ন জেলাতে এরকম অযোগ্য প্রার্থীদের সন্ধান পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত তথ্য সত্য কিনা তা খতিয়ে দেখছে এসএসসি কর্তারা । এই তথ্য থেকে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বিভাগীয় কার্যালয়ের নির্দেশ অনুসারে যাদবপুরে এক স্কুলে করণিক হিসেবে যোগদান করেছেন এমনই এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে কৈখালী ও গড়িয়া তেও। সেখানেও করণিক পদে একজন করে যোগদান করেছে ।এরকম আরো ঘটনা দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় ঝড়খালি ও পশ্চিম সুরেন্দ্র নগর এ। তালিকা থেকে এমন ১৭ জনের নামও পাওয়া গেছে যাদেরকে মোতায়েন করা হয়েছিল বাঁকুড়ার আঞ্চলিক কার্যালয় থেকে। এখন তারা কাজ করছেন দক্ষিণ ২৪ পরগনার গোবিন্দপুর, সোনামুখী ,দোস্তপুর, পূজালী, ফ্রেজালগঞ্জ ,শান্তিগাছি, ভোলা ,কোম্পানি চক ময়রাগাছি, শিবনগর, বেথুয়াবাটী প্রভৃতি জায়গা থেকে। এক শিক্ষকর্তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন ,"আমরা আদালতে নির্দেশ পালন করছি। দেখা হচ্ছে, এই সমস্ত প্রার্থীরা কোথায় কাজ করছেন ,তাদের ইতিমধ্যে কাজ থেকে অপসারিত করা হয়েছে কিনা বা তাদের এখনো বেতন দেয়া হচ্ছে নাকি বন্ধ করা হয়েছে এবং কত শূন্য পদ রয়েছে"।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Srimita Sasmal

Related News