পশ্চিমবঙ্গের সেচ দপ্তরে চলছে নিয়োগ, বেতন প্রায় দুই লক্ষ টাকা

banner

#Pravati Sangbad Digital Desk :

পশ্চিমবঙ্গের সেচ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্টে চলছে নিয়োগ। গত ৫ই নভেম্বর পশ্চিমবঙ্গ সেচ  দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেয়া হয় যাতে জানানো হয়েছে, ২০২২ এ পশ্চিমবঙ্গের সেচ দপ্তরে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারেন আবেদনকারীরা । আবেদন জমা দেওয়ার যাবে ১০ই নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর ২০২২ পর্যন্ত। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সেচ দপ্তরে একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং সেই পদের নাম হল ডেপুটি ডিরেক্টর । এটি রাজ্য সেচ দপ্তরের একটি স্থায়ী চাকরি। সেই পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে । তবে সবাই এই আবেদন জমা দিতে পারবে না। তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ঠিক করে দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই WBPSC ই এই নিয়োগ প্রক্রিয়া চালাবে। এর জন্য আবেদন জমা দিতে পারবে একমাত্র তারাই যাদের কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রী রয়েছে এবং সেই সঙ্গে কনস্ট্রাকশনের প্রাকটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এই বয়স হিসেব করতে হবে ২০২২ এর পহেলা জানুয়ারি তারিখ অনুযায়ী। পে লেভেল ১৭ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে ৬৭৩০০ টাকা থেকে ১৭৩২০০ টাকা পর্যন্ত। অর্থাৎ প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।

কিন্তু এর জন্য আবেদন করা যাবে কিভাবে? বেতন করতে হবে অনলাইনে অফলাইনে কোন আবেদন বা অন্য কোন মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে না। প্রথমেই আবেদনকারীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অনলাইন মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে না। এরপর আবেদনকারীকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে হবে ও লগইন করতে হবে। লগইন করার পর নিজের নাম, ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সঠিক তথ্য জমা দিয়ে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে দেখে নিয়ে সাবমিট করতে হবে। যদি কারোর আগে থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তার আর নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না। সে সরাসরি লগইন করে পরে ধাপ গুলির কাজ করে নিতে পারে। আবেদন জমা দেওয়ার সময় নিজের পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার সহ নিজের স্ক্যান করা কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। স্ক্রিন টেস্টের মাধ্যমেই মূলত এই প্রার্থী নিয়োগ হবে। এর জন্য আবেদন ফি দিতে হবে ২১০ টাকা। যা দিতে হবে অনলাইন মাধ্যমে। তবে SC,ST বা PWD এদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পয়লা ডিসেম্বর। বিস্তারিত জানতে গেলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। সংস্থার ওয়েবসাইট wbpsc.gov.in।


Journalist Name : Srimita Sasmal

Related News