প্রাক্তন কোচের বিরুদ্ধে বিস্ফোরক অশ্বিন

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি সকলের সামনে উঠে এসেছে দুই তারকার ভিন্ন মন্তব্য, যার জেরে নেটিজেনদের রোষের মুখেও পড়েছেন দুই তারকা, বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যেমের হেডলাইন দাদা বনাম বিরাট, কিন্তু এর মধ্যেই নতুন তরজা শুরু ভারতীয় প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আর অশ্বিনকে ঘিরে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘটনার সূত্রপাত দুই বছর আগে, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি উইকেট নেই কুলদ্বিপ যাদব, তার পরেই শাস্ত্রীর এক মন্তব্যে ভেঙ্গে পড়েছিলেন অশ্বিন। রবি শাস্ত্রী বলেছিলেন বিদেশের মাটিতে সর্বকালের সেরা স্পিনার কুলদ্বীপ যাদব। তার এই মন্তব্যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেন অশ্বিন। বোর্ড প্রেসিডেন্ট বনাম বিরাট বিতর্কে এমনিতেই অস্বস্তিতে আছে ভারতীয় বোর্ড আর তারই মাঝে অশ্বিনের মন্তব্যে বোর্ডের অস্বস্তি আরও বেড়ে গেল। শাস্ত্রীর কথা এতটাই বেদনা দায়ক ছিল যে অনেক বার অবসর নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই সময় চোটের জন্য নিজের ছন্দ হারাতে শুরু করেছিলেন অশ্বিন।
দীর্ঘ দুই বছর পরে সেই ঘটনার কথা টেনে এদিন এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর বিরুদ্ধে। তবে তিনি এও জানিয়েছেন কুলদ্বিপের জন্য তিনি অত্যন্ত খুশিও হয়েছিলেন। এদিন তিনি বলেন, “ আমাদের সকলের মনেই ওনার সম্পর্কে শ্রদ্ধা আছে, আমিও রবি শাস্ত্রীকে শ্রদ্ধা করি। কিন্তু তার সেই মন্তব্য শোনার পরে মনে হয়েছিল আমাকে কেও ফেলে দিল”। তিনি আরও জানিয়েছেন, সিরিজ জেতার পর হোটেলে একটা পার্টি রাখা হয়েছিল আমি সেই পার্টিতে যোগ দিয়েছিলাম। কারণ আমাদের দল এক ঐতিহাসিক জয় পেয়েছিলো।


সম্প্রতি ইংল্যান্ড টেস্ট সিরিজের একটি ম্যাচেও বিরাট বা রবি শাস্ত্রী কেউ তাকে মাঠে নামাইনি। অনেকেও মতে অশ্বিন আরও অনেক সন্মান পাওয়ার যোগ্য, কারণ কপিল দেব এবং অনিল কুম্বলের পরে রবিচন্দ্রন অশ্বিন একমাত্র ব্যাক্তি যে বেশি উইকেট পেয়েছে, দেশের তৃতীয় উইকেট টেকার হিসাবে তার নামই অনিল কুম্বলে বা কপিল দেবের পরে। তার ঝুলিতে রয়েছে ৪২৭ টেস্টে উইকেট। দলের প্রাক্তন কোচ এবং অধিনায়কের ওপর তোপ দেগেছেন তিনি।

 চোটের যন্ত্রণার মধ্যেই তিনটি উইকেট নিয়ে দলকে জয়ের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন, “চোটের যন্ত্রণার মধ্যেও বল করছিলাম আমি, অল্পতেই হাপিয়ে উঠছিলাম। যারা এই সব মন্তব্য করে তাদের নিজেদের চোট লাগলে হয়তো বুঝতে পারবে কতটা বেদনা দায়ক”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News