এটিএম কার্ড ছাড়াই এবার ATM থেকে টাকা তুলতে পারবেন! জানুন বিস্তারিত

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ডিজিটাল মিডিয়ার যুগে আমরা এখন অধিকাংশ ক্ষেত্রেই ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের উপর নির্ভর হয়ে পড়েছি। এখন সমস্ত জায়গায় ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের চল-ই বেশি। তাই হাতে টাকা রাখার আর বিশেষ প্রয়োজন পড়েনা। তবু মাঝেমধ্যেই আমরা ক্যাশ টাকার প্রয়োজন অনুভব করি। আর এই ডিজিটাল যুগে আমরা হ্যান্ড ক্যাশ নিয়ে বেরোতেও ভুলে যাই সাথে এটিএম কার্ড ও রাখিনা। আর সেখানেই সমস্যায় পড়ি। তবে সেই সমস্যাও আর বেশিদিনের নয়। এবার এনসিআর কর্পোরেশনের তরফে আগামী দিনে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি আরও সুবিধাজনক হতে চলেছে। জানা গিয়েছে যে, ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কর্পোরেশন এমন এক ব্যবস্থা কার্যকরী করতে চলেছে যার মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের কোনোরকম এটিএম কার্ডের প্রয়োজন হবে না।

জানুন ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে আপনারা কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন-

১. আপনাকে এরজন্য যেকোন ইউপিআই পরিষেবাযুক্ত এটিএম মেশিনে যেতে হবে এবং Withdraw Cash অপশনটি বেছে নিতে হবে।
২. এরপর আপনার সামনে যে বিকল্পগুলি আসবে তার মধ্যে থেকে UPI বিকল্পটি বেছে নিতে হবে।
৩. এটিএম মেশিনের স্ক্রিনে একটি কিউআর কোড দেখানো হবে।
৪. এক্ষেত্রে আপনাকে আপনার পছন্দসই যেকোনো একটি ইউপিআই পেমেন্ট অ্যাপ খুলে নিতে হবে এবং স্ক্যানারের মাধ্যমে কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে।
৫. এরপর আগের মতোই  আপনি কতো টাকা তুলতে চাইছেন সেটি এটিএম মেশিনে লিখতে হবে এবং Proceed অপশনে ক্লিক করে টাকা তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ইউপিআই পিনটি লিখলেই আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমে কোনোরকম এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

ইউপিআই অ্যাপগুলির যেমন ফোনপে-গুগল পে এর মাধ্যমে এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন ভারতীয় নাগরিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই সুবিধার ফলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হারানোর মতো ঘটনা এবং ভুল পিন প্রদান করার জন্য এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার মতো ঘটনা যাতে কম হয় এবং আগামী দিনে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে এনসিআর কর্পোরেশন। আর এই পদ্ধতি একটুও জটিল নয়। UPI অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তোলার আগে যেগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলি হল- 

আপনাকে এমন একটা ATM মেশিনে যেতে হবে, যেখানে UPI সার্ভিস উপলব্ধ।

আপনার ফোনে থাকতে হবে যে কোনও UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ, যেমন, Gpay, PhonePe, Amazon Pay এবং Paytm-এর মতো অ্যাপ।

ফোনে অতি অবশ্যই সক্রিয় এবং হাই-স্পিড একটি ইন্টারনেট কানেকশন দরকার হবে।

-এই তিনটি শর্তের ভিত্তিতেই ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা যাবে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত।

Journalist Name : Puja Adhikary

Related News