শেভিং করার পর মুখ জ্বলে, চুলকায়? ঘরোয়া উপায়েই মিলবে আরাম!

banner

#Pravati Sangbad digital Desk:

দাড়ি কেটে পরিষ্কার চেহারায় অফিসে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে, ঘন ঘন দাড়ি কাটা মানেই ত্বকের উপর চোট পড়ার আশঙ্কা। রোজ গালে ব্লেড ছোঁয়ানোর ফলে ত্বক খড়খড়ে হয়ে যায়। কোনও কোনও দিন দাড়ি কাটার পর থেকেই ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব তৈরি হয়। বিশেষ করে শীতকালে দাড়ি কামানোর পর ত্বকে জ্বালা ভাব বেশি দেখা দেয়।

তবে শুধু দাড়ি কামানোর ক্ষেত্রেই এসব সমস্যা হয় না, হাতে, পায়ে, বগলে রেজার ব্যবহার করার পরেও ত্বকে ব়্যাশ, জ্বালা, লালচে ভাবে দেখা দিতে পারে।

রেজার চালানোর পর ত্বকের জ্বালা ভাব কাটানোর জন্য কিছু প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখতে পারেন। তাহলে জেনে নিন, শেভিং-এর পর ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব কমাতে কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন -

অ্যালোভেরা জেল

অ্যালোভেরার মধ্যে প্রদাহনাশকারী উপাদান রয়েছে। ফলে মুখে অ্যালোভেরা জেল মাখতে পারলে শেভিং করার পর মুখে জ্বালা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমনকী মুখের Rash-ও এক্ষেত্রে কমতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে মুখে অ্যালোভেরা জেল মাখার পর ১০ মিনিট বসে থাকুন চুপচাপ। তারপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন। সমস্যা কমবে অনেকটাই।


অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগারের অনেক ব্যবহার। এক্ষেত্রে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। এই গুণের কারণেই সমস্যা অনেকটা কমতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রথমে এই অ্যাপেল সিডার ভিনিগার গরম জলে মেশান। তারপর সুতির কাপড়ের সাহায্যে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট ছেড়ে দিন। তারপর মুখ ধুয়ে নিন। আশা করছি সমস্যা অনেকটাই কমবে।

মধু

আধা চা চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দই ব্যবহার করতে না চাইলে, শুধু মধুও ব্যবহার করতে পারেন।

অ্যাসপিরিন

কয়েকটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। শেভ করার পর যেখানে লালচে ভাব, জ্বালাপোড়া হচ্ছে, সেই জায়গায় এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

কলা

কলার মধ্যে থাকা খনিজ মুখের ত্বক মোলায়ম রাখতে সাহায্য করে। এক্ষেত্রে শেভিং করার পর মুখের ত্বক শুষ্ক হয়ে গেলে কলা দিয়ে মুখে ম্যাসাজ করুন। তার ১০ মিনিট বাদে মুখ ধুয়ে নিন।

নারকেল তেল

শেভিং-এর কারণে মুখ জ্বালা করার সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে থাকা বিশেষ কিছু উপাদান মুখ জ্বালা কমায়।

Journalist Name : Sampriti Gole

Related News