মিলিয়ন ছাড়িয়ে বিলিয়নের পথে ‘অ্যাভাটার: ২’!

banner

#Pravati Sangbad digital Desk:

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত ১৬ ডিসেম্বর জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা 'অ্যাভাটার' এর সিক্যুয়েল 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' সিনেমা।

আলোড়ন ফেলে দেওয়া এই ছবি দিন যত বাড়ছে, ততই রেকর্ড গড়ছে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। ফলে ১ বিলিয়নের রেকর্ড গড়তে যে ছবিটি আর বেশি সময় নিবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

জেমস ক্যামেরনের এই মহাকাব্য ষষ্ঠ দ্রুততম চলচ্চিত্র হিসাবে বিশ্ব বক্স অফিসে বিলিয়নের রেকর্ড গড়তে যাচ্ছে।

এর আগে এবছর ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবি দুটি। সেদিক থেকে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘অ্যাভাটার: ২’ ছবিটি।

এদিকে ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। আয়ের দিক থেকে যা এবছর ‘আরআরআর’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিসেবে স্থান দখল করে নিয়েছে। তবে ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এখন পর্যন্ত স্থান দখল করে রয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ (৩৭৩ কোটি রুপি) ছবিটি। কিন্তু ‘অ্যাভাটার: ২’ যে সেই রেকর্ড যেকোন সময় ভেঙে দিতে পারে, তা বেশ ভালোভাবেই ধারণা করা যাচ্ছে।

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। যা মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয়। কেননা ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ!

এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সেই ছবিটি।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট রয়েছে বলে জানা গেছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Journalist Name : Sampriti Gole

Related News