২০২৩-এর দোরগোড়ায় এসে ফিরে দেখা ২০২২

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

হাতে আর এক সপ্তাহও নেই। আলবিদা বলতে হবে এ বছরকে। দু-বছরের করোনা ঢেউ সামলে সবে এই বছর তুলনামূলক ভালো কাটিয়েছে জনগণ। সব ভালোর মাঝে এও সত্যি ২০২২ -ই বেশকিছু এমন ঘটনা ঘটেছে যা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বেশকিছু ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। ২০২৩-এর শুরুর আগে সেরকমই কিছু চর্চিত ঘটনার ফ্ল্যাশব্যাক। 

কাঁচা বাদাম 

ভারতের যে কোনও প্রান্ত তো বটেই সূদূর আমেরিকা, রাশিয়া- যে যে দেশ একঝলকে মনে পড়ে সেখানেই জনপ্রিয় ভুবন বাদ্যকার। গানটি এই চিনাবাদাম বিক্রেতারই মস্তিষ্কপ্রসূত।রাস্তার রাস্তায় চিনাবাদাম বিক্রি করত এই গান গেয়ে। ২০২২ সালের শুরুতে এই গানই তাকে ভাইরাল করে দেয়। রাতারাতি খ্যাতির পর কাঁচা বাদাম ইনস্টাগ্রামের রিলে জোয়ার আনে। তারপর পশ্চিমবঙ্গ পুলিস তাকে সংবর্ধনা দেয়। নানা ভার্সন বেরোয় এই গানে। বাদ্যকারের এই গান স্টুডিয়ো রেকর্ডও হয়। যা মাত্র দুই দিনে ১.৪ লক্ষ বার দেখা হয়েছে।

ট্যুইটারের দায়িত্বে এলন মাস্ক 

মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে মালিকানা হস্তান্তর হয় এ বছরই। নতুন মালিক হন এলন মাস্ক। লন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটে হেডকোয়ার্টারে একের পর এক চমক। কর্মচারীদের পদত্যাগ থেকে শুরু করে তাদেরকে ছাঁটাই করা পর্যন্ত প্রায় অচলাবস্থা চলছে প্রতিষ্ঠানটিতে। ট্যুইটে পোস্টের বিষয়বস্তু নিয়ে বিধিনিষেধ কী না করেছেন। এমনকি ব্লু টিকের জন্যও মূল্য ধার্য করেছেন। 

অ্যামাজন ১০ হাজার কর্মী ছাঁটাই 

বিশ্বজুড়ে নানা টেক সংস্থা কর্মী ছাঁটাই করেছে ব্যাপকহারে। সেই তালিকায় রয়েছে অ্যামাজনও। ই-কমার্স সংস্থাটি ভারতে কয়েকশো কর্মী ছাঁটাই করবে বলে জানা গিয়েছিল। ২০২৩ সালেও যে অ্যামাজন সংস্থা কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রাখবে সেকথা আগেই জানিয়েছে কোম্পানি। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেও চালু থাকবে। আরও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন। বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছিল ট্যুইটারের হাত ধরে। মেটাও রয়েছে এই তালিকায়। 

আফ্রিকান ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার কিলি পল 

 কিলি পল একের পর এক বলিউডি গানে রিল বানিয়ে গোটা দুনিয়ায় দারুণ হিট। ভিডিওতে,কিলি পলের সঙ্গে তার বোন নিমা পলকেও দেখা যায়। ১ লক্ষ ৮৪ হাজার ফলোয়ার রয়েছে তাঁদের। প্রথমে কিলি নজরে এসেছিলেন ‘শেরশাহ’ ছবির রাতা লম্বিয়াঁ গানটির ভিডিয়ো বানিয়ে। তারপর একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে এই আফ্রিকান পরিবারের। কিন্তু ভাষা তো জানেন না। ভালোভাবে লিপ সিঙ্ক করলে কেমন হয়? কিলি জানান, কোনও বলিউড গান পছন্দ হলে প্রথমে তিনি ইউটিউবে গিয়ে তাঁর ভিডিও দেখেন। গুগলে গানের কথা খুঁজে বের করেন। তার উচ্চারণ কেমন হতে পারে। সেটি শোনেন। তাঁর ইংরাজি মানেও দেখেন যাতে গানের অর্থ বুঝতে পারেন। তারপর ভিডিও দেখে লিপ সিঙ্ক অনুশীলন করেন। 

বিরাটের প্রত্যাবর্তন: এশিয়া কাপ ও বিশ্বকাপে ভরাডুবি হলেও ওই দুই টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাট করেছিলেন তিনি। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জেতানো ৮২ রানের ইনিংসটি সকলের মন জিতে নেয়। তার আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে দীর্ঘদিনের খরাও কাটান 'কিং'। এশিয়া কাপের ম্যাচের ওই ইনিংসের ফলে ১০৯৭ দিন পর তিন অঙ্কের রান পান তিনি। পরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচেও শতরান পান কোহলি। যদিও টেস্টে তাঁর খারাপ ফর্ম অব্যাহতই রয়েছে।

বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সৌরভের সরে যাওয়া: বিসিসিআইতে (BCCI) সৌরভ জমানা শেষ হল এবছরই। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি। তার আগে প্রেসিডেন্ট পদ থেকে কার্যত সরে যেতে বাধ্য হন 'দাদা'। প্রাথমিক গুঞ্জন শোনা যায় আইসিসি চেয়ারম‌্যানের পদে মনোনয়ন জমা দেওয়া হতে পারে সৌরভের নাম। কিন্তু শেষ পর্যন্ত তাও হয়নি।

মেসির স্বপ্নপূরণ করে আর্জেন্টিনার বিশ্বজয়: বছরের শেষে কাতারে বসেছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা- ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল, ফ্রান্সের মতো শক্তিশালী দলই বাজিমাত করবে ধারণা ছিল ফুটবল পণ্ডিতদের। কিন্তু সব হিসেব উলটে দেয় আর্জেন্টিনা। শুরুতে সৌদি আরবের কাছে হারলেও মেসিরা লক্ষ্যে পৌঁছে যান অসামান্য ধারাবাহিকতা দেখিয়ে। দলের নিউক্লিয়াস ছিলেন অবশ্যই লিওনেল মেসি। কেবল গোল করাই নয়, প্রতিটি ম্যাচেই গেম মেকার হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব নতুন করে বুঝিয়ে দেন এলএম১০। শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে কাপ জেতেন মেসিরা। মেসি পান সোনার বল। দুর্দান্ত খেলে গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্টেনীয় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ। সোনার বুট পান ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

ঋষি সুনাক: (Rishi Sunak) আন্তর্জাতিক রাজনীতিতে ২০২২ সালের সবচেয়ে আলোচিত নাম। প্রথম ভারতীয় বংশোদ্ভূত, প্রথম অশ্বেতাঙ্গ হিসাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ইস্তফার পরে প্রধানমন্ত্রিত্বের সেরা দাবিদার হিসাবে তাঁরই নাম উঠে এসেছিল। কিন্তু জনতার রায় তাঁর বিরুদ্ধে যায়। জনমোহিনী নীতিতে মানুষের মন জয় করে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু নিজের ভুল নীতিকে স্বীকার করে এক মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা উপলব্ধি করেন, কঠোর হলেও ঋষির নীতিতেই উন্নতি করবে দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বসেন ভারতের জামাই ঋষি সুনাক। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই ঋষির হাতেই ব্রিটেনে শুরু হল নয়া অধ্যায়।

Journalist Name : Sampriti Gole

Related News