প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা মিত্র

banner

#Pravati Sangbad Digital Desk :

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়াও গত বছর ২১ শে ডিসেম্বর তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত হয় পরিবারের তরফে। কিন্তু, মঙ্গলবার ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে বিবৃতি দিয়ে জানালেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”।

মঙ্গলবার ভোর ৪টে নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় সুমিত্রা সেনের। গত ২১ ডিসেম্বর থেকে কলকাতার মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকালই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট গায়িকা। সম্প্রতি নিউমোনিয়াও ধরা পড়ে। ফুসফুসে সংক্রমণ ছিল। পরিবারের লোকজন শেষ সময়ে তাঁকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

সুমিত্রার দুই মেয়ে বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। বড়মেয়ে ইন্দ্রাণী সেন জানালেন, সোমবারও তাকে দেখতে বাড়িতে আসেন অনেকেই। তিনি চিনতেও পারছিলেন। ভোর রাতে তার কাছে খবর পৌঁছায়। তিনি কাছেই থাকেন। বাড়ি এসে দেখেন সব শেষ। ফেসবুক পোস্টে লেখেন, 'আজ মা ভোরে চলে গেল।' জানা গিয়েছিলেন বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। এরপর ঠান্ডা লেগে বুকে কফ বসে যায়। শুরু হয় শ্বাসকষ্টও। পরিস্থিতি খারাপ হলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে শোনা গিয়েছে। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল। 

শিল্পীর আরেক মেয়ে সংগীতশিল্পী শ্রাবণী সেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে মায়ের মৃত্যু সংবাদটি সবাইকে জানিয়েছেন। জানা গেছে, আজই কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ মার্চ সুমিত্রা সেনের জন্ম। তিনি ধীরে ধীরে রবীন্দ্রসংগীতের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তার গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাদের কাছে আজও প্রিয়।

শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’-এ সম্মানিত করে।”

Journalist Name : Aparna Dutta

Related News