Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

তাহলে কি হবে না ব্যাংক বেসরকারিকরণ, কি বলছে কেন্দ্রীয় সরকার!

banner

#Pravati Sangbad Digital Desk:

শীতকালীন অধিবেশনেই ব্যাংক বেসরকারিকরণের বিল পাস হওয়ার কথা। অথচ অধিবেশন শেষ হতে বাকি আর মাত্র দুই দিন। এর মধ্যে কি করে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত মন্ত্রী ক্যাবিনেট। বর্তমান অর্থবর্ষে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি করণ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। তবে আপাতত শীতকালীন অধিবেশনে এ বিষয়ে কোনো বিল পাস হয়নি। আপাতত এই দফায় তা কোন রকম ভাবেই সম্পন্ন করা সম্ভব নয় সেই ইঙ্গিতই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এ বিষয়ে বিস্তারিত ভাবে মন্ত্রিসভা থেকে কোন রকম সিদ্ধান্ত নেয়া হয়নি বা ব্যাংক বিলগ্নীকরণ এর জন্য আলাদা করেছে মন্ত্রিসভা কমিটি তৈরি হয়েছিল সেখান থেকেও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে হয়তো গোটা প্রক্রিয়াটাই ফেব্রুয়ারির বাজেট পেশ হবে এমনটাই খবর সরকারি সূত্রে। ইতিমধ্যেই বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার হয় ব্যাংক কর্মীরা। দুদিন ব্যাঙ্ক ধর্মঘট পালন করে কর্মী অফিসার সংগঠনগুলি।

অপরদিকে কৃষি বিল এর বিরুদ্ধে করা আন্দোলনের ফল স্বরূপ শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। তবে দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ কৃষি আইন প্রত্যাহিত হয়েছে ঠিক ই কিন্তু এরকম ভাবেই ব্যাংক বেসরকারিকরণ কি বন্ধ হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নীকরণ এর জন্য ব্যাংকিং আইন সংশোধনী বিল আনতে হয় সংসদে। এখনো পর্যন্ত ছাড় পত্র পাওয়া যায়নি মন্ত্রিসভা থেকে। এইদিকে সময়ে প্রায় শেষ শীতকালীন অধিবেশন আর দুদিন বাকি। বৃহস্পতিবার শেষ হয়ে যাবে শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন এবং এই বৃহস্পতিবার এর মধ্যে সংসদের দুই কক্ষের বিল পাস করিয়ে আনা কঠিন।

তবে এত তাড়াতাড়ি কি অধিবেশনের ইতি টানা হবে সেই সূত্রে কোন খবর নেই। অর্থমন্ত্রী বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিলগ্নীকরণ এর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিসভার কমিটিকে। তৃণমূল সাংসদ জহর  সরকারের অভিযোগ সাধারণ গ্রাহকদের আমানত সরকারি প্রকল্প গ্রামীণ সকাল সুরক্ষা কর্মী সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে। তবে এইসব প্রশ্নের কোন সঠিক উত্তর সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। এদিকে ব্যাংক বেসরকারিকরণ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষেরা। তাদের সুরক্ষা কোথায় থাকছে এটা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছিলেন যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে প্রতিটি গ্রাহককে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ লাখ টাকা করে ফেরত দেওয়া হবে।

Journalist Name : Sagarika Chakraborty

Related News