ফাটা ও শুষ্ক ঠোঁটের জন্য নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন, জেনে নিন তার কয়েকটি ঘরোয়া উপায়

banner

#Pravati Sangbad Digital Desk:

শীতে অনেকেরই ঠোঁট ফাটে। এর কারণ শীতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায়। এতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। আর এর প্রভাব সবচেয়ে বেশি করে পড়ে ঠোঁটে। কারণ ঠোঁটের ত্বক শরীরে অন্য জায়গার ত্বকের চেয়ে অনেক পাতলা। আর ঠোঁটের শুষ্কভাব কাটাতে মোক্ষম দাওয়াই হল নারকেল তেল। ঠোঁটের যে কোনও সমস্যার সমাধানের জন্য নারকেল তেল লিপ বাম হিসেবে ব্যবহৃত  করা যায় । নারকেলে রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, যা ঠোঁটের ত্বককে কোমল, সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করে। ফাটা ও শুষ্ক ঠোঁটের জন্য নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন, তার কয়েকটি ঘরোয়া উপায় জেনে নিন-

নারকেল তেল এবং ল্যাভেন্ডা :

প্যানে দেড় টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভালো করে মেশান। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন। তারপর ঠোটে ব্যবহার করুন 

নারকেল তেল এবং ভ্যাসলিন :

একটি প্যানে ১ টেবিল চামচ ভ্যাসলিন গলিয়ে নিন। তাতে আধা চা চামচ নারকেল তেল ভালো ভাবে মেশান। এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। তারপর কৌটোয় ভরে ব্যবহার করুন।

নারকেল তেল এবং শিয়া বাটার:

প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ carnauba wax এবং ১ টেবিল চামচ শিয়া বাটার গলিয়ে নিন। সবকটি উপকরণ ভালো ভাবে মেশান। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন। তারপর  নিয়মিত ব্যবহার করুন ।

 নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি :

 ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে তাতে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এরপর একটি শুকনো কন্টেনারের মধ্যে মিশ্রণটি রেখে ২০-৩০ মিনিট ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দিন। মিশ্রণটি জমে গেলে প্রাকৃতিক লিপবাম হিসেবে ব্যবহার করুন। ঠোঁটকে ময়েশ্চারাইজড করতে দিনে বেশ কয়েকবার এই লিপ বাম ব্যবহার করতে পারেন।

নারকেল তেল এবং ভ্যানিলা :

একটি প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ carnauba wax গলিয়ে নিন। এতে আধা চা চামচ ভ্যানিলা নির্যাস ভালো ভাবে মেশান। এবার এই মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।  নিয়মিত ঠোটে লাগান।

 নারকেল তেল ও অ্যালোভেরা জেল:

 ২ টেবিল স্পুন ভার্জিন নারকেল তেলের সঙ্গে ১ টেবিলস্পুন তাজা ও আসল অ্যালোভেরা মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এবার একটি বায়ুনিরোধক কন্টেনারের মধ্যে মিশ্রণটি রেখে ফ্রিজে ঠান্ডা করতে দিন। মিশ্রণটি জমে না যাওয়া পর্যন্ত ফ্রিজ থেকে বের করবেন না। ঠোঁকে ময়েশ্চার ও আর্দ্র রাখতে বারে বারে এই মিশ্রণটি এই প্রাকৃতিক লিপ বামটি ব্যবহার করতে পারেন। খুব ভাল হয় যদি রাতে শোওয়ার আগে প্রতিদিন ঠোঁটে  ব্যবহার  করেন । সামান্য মাসাজ করুন। সকালে উঠেই আপনি নতুন রূপে ঠোঁটকে দেখতে পারেন।

Journalist Name : Susmita Das

Tags:

Related News