অতিরিক্ত মাথা ব্যথার উপসর্গ কি হতে পারে

banner

#Pravati Sangbad Digital Desk:

মাথা বা ঘাড়ে ব্যথার উপসর্গকে মাথাব্যথা বলা হয়। এটি মাথার এক দিকে অথবা দুই দিকেই হতে পারে, একটি বিন্দুতে হতে পারে অথবা একটি বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। আমাদের শরীরে বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে -
সাইনাস মাথাব্যথা-
এই ব্যথার সাধারণ লক্ষণগুলি হল মুখমণ্ডলে ব্যথা বা চাপ ভাব, বন্ধ নাক এবং সাইনাস এবং তার সাথে মাথাব্যথা। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের পর সাধারণত এই ব্যথা দেখা যায়। এর সাথে নাক থেকে ঘন সর্দি পড়ে, গন্ধের অনুভূতি কমে যায় বা একেবারে থাকে না, মুখমণ্ডলে ব্যথা-চাপ এবং জ্বর হয়। এন্টিবায়োটিক নিলে এক সপ্তাহের মধ্যে এই অসুখ সেরে যায়।
দৈনিক স্থায়ী মাথা ব্যাথা-
এটি একটি স্থায়ী মাথা ব্যথা যা রোজ হয় এবং যা পরিষ্কার মনে থাকে। এই ব্যথার কোন বৈশিষ্ঠ নেই। এটি মাইগ্রেন বা টেনশান মাথাব্যথার মত। ৩ মাস বা তার বেশি সময় ধরে এর উপসর্গ থাকলে তবেই একে নির্ণয় করা যায়।
মাইগ্রেন-
মাইগ্রেনের মাথাব্যথা পুরো মুখমণ্ডলের অর্ধেক জুড়ে হয়। শুরু হয় মাথার একদিক থেকে। এরপর তা মুখমণ্ডলের নিচে ছড়িয়ে পড়ে।
হরমোন -
হরমোনের তারতম্য ও জটিলতার জন্য অনেকের মাথাব্যথা করে। মেয়েদের ঋতুস্রাবজনিত কারণেও মাথাব্যথা হয়।
বেশি ধূমপান করলে -
ধূমপায়ী ও মাদকসেবীরা সিগারেট, মাদকদ্রব্য না পেলে মাথাব্যথাসহ নানা ধরনের কষ্টে ভোগেন। চা, পান, জর্দা, তামাক, কফি বা যেকোনো নেশায় মাথাব্যথার উপসর্গ হয় নেশার বস্তুটি না পেলে। সব ধরনের মাদকই পরিহার্য। পান, জর্দা, গুলের মতো নেশাও দেহের জন্য ভালো নয়।
সেকেন্ডারি হেডেক ও চিকিৎসা-
ব্রেইনের কোনো ধরণের সমস্যা যেমন- টিউমার, সিজার, ব্রেইনের রক্তনালিতে কোনো ইনফেকশনের কারণে এই ধরনের মাথা ব্যথা হতে পারে। এই ধরণের মাথা ব্যথায় দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ যত দেরি করবেন তত ক্ষতির হার বাড়ার সম্ভাবনা বেশি।

চিকিৎসকের পরামর্শ ছাড়া কয়েক বছর ধরে রক্তচাপ, ডায়াবেটিস ও জন্মনিয়ন্ত্রণক ওষুধ খেলে মাথাব্যথা হয়। তবে সবার যে হবেই, এমনটি নয়।
অতিরিক্ত চা বা কফি পানে যেমন মাথা ব্যথা হয় তেমন অনেক সময় চা বা কফি পান থেকে বিরত থাকলেও মাথা ব্যথা হয়। প্রতিটি মাথা ব্যথার কারণ বা ধরন যাই হোক, কষ্ট এক। তাই সঠিক কারণ খুঁজে তার প্রতিকারের ব্যবস্থা করা উচিত।
সেক্সুয়েল হেডেক ও চিকিৎসা-
স্বামী-স্ত্রীর মিলনের সময় বা আগে-পরে মাথা ব্যথা হতে পারে। এর নাম সেক্সুয়াল হেডেক। সাধারণত প্রচণ্ড এক্সারশনে ব্রেইনে রক্তচাপ বেড়ে গিয়ে এ ধরনের ব্যথা হয়। এ ব্যথা খুব একটা তীব্র হয় না এবং সেরে যায় কিছুক্ষণের মধ্যে। এর অন্যতম একটি কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News