' ফসলিস ' এর ২৫ তম জন্মদিনে সাক্ষী সৃজিত মুখোপাধ্যায়

banner

#Pravati Sangbad digital Desk:

সকল মানুষই গান ভালোবাসেন। গান যেনো সুখ , দুঃখ , আনন্দের সঙ্গী। কখনো মন খারাপের রাতে বা কখনো আনন্দে সামিল হতে সাথে থাকে গান। কেউ মেতে ওঠে ইংরেজি সুরে আবার কেউ বাংলা বা হিন্দি। বহু যুগ ধরে বিশিষ্ঠ শিল্পীরা আমাদের প্রচুর গান উপহার দিয়েছেন , এমনকি এখনো দিয়ে চলেছেন।

লতা মঙ্গেশকর , হেমন্ত মুখোপাধ্যায় , মান্না দে , কিশোর কুমার , সন্ধ্যা মুখোাধ্যায় , হৈমন্তী শুক্লা এমন বহু বিশিষ্ঠ সংগীতশিল্পীরা উপহার দিয়েছেন অনেক গান। ১৯৭৬ সালে তৈরি ' মহিনের ঘোড়াগুলি ' আজও মানুষের মনে দাগ কাটে। গান মানুষের জীবনের এক অংশ। আজকাল প্রচুর বাংলা ব্যান্ডের গান মানুষ ভালোবাসেন। আধুনিক বাংলা ব্যান্ডের মধ্যে ' চন্দ্রবিন্দু ' , ' পৃথিবী ' , ' ফকিরা ' , ' ফসিলস ' অন্যতম।

এবার সেই ' ফসিসলস ' ই পা রাখলো ২৫ বছরে। গানের সুরে ও হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন রূপম ইসলাম ও তাঁর সঙ্গীরা। সোমবার কলকাতার অর্কিড গার্ডেন্সে ব্যান্ডটির অনুষ্ঠান ছিল। যার নাম দেওয়া হয় ' পঞ্চবিংশতি '।

হাজার হাজার মানুষের ভালোবাসা দেখা গেছিলো সেই অর্কিড গার্ডেন্সে। এক বিশাল জনস্রোত তৈরি হয়েছিলো সেখানে। সেই তালিকায় ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। একের পর এক গানের শব্দ ও দূরে আবেগে বসলেন ফসিলসপ্রেমীরা।  হাসনুহানা গানের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তিনি। তাতে লেখা থাকে , ' এই পঞ্চবিংশতি বেতাল নয়। তালের, সুরের, প্রেমের, প্রতিবাদের '। শুধু তাই নয় , লেখার সঙ্গে তিনি জুড়ে দিলেন '#ফসিলস২৫'।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সৃজিতকে ধন্যবাদ জানিয়েছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের পোস্টে তিনি লিখেছেন, ' আপনি এসেছেন। খুব খুশি হয়েছি '।

শ্রোতাদের বহু নতুন গান উপদার দিয়ে আসছে ' ফসিলস '। রূপম ইসলামের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে আরো। শুধু তাই নয় , ভালোবাসা বেড়েছে গানের প্রতিও। গানের শব্দে ও ছন্দে মানুষ কোথাও খুঁজে পেয়েছেন নিজেদের জীবনযাত্রাকে। এভাবেই একটু একটু করে দর্শকের কাছে জায়গা করে নিয়েছেন রূপম ইসলাম ও তাঁর সকল সাথীরা। উল্লেখ্য , সৃজিতের সাথে একাধিক ছবিতে কাজ করেছেন রূপম ইসলাম। 

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News