উদ্ধার ভাল্লুক শাবক আলিপুরদুয়ারে

banner

# আলিপুরদুয়ার:

কিছু দিন আগেই দক্ষিণ ২৪ পরগণার কুলতুলিতে দেখা মিলেছিল দক্ষিণরায়ের, ৬ ফুট উচ্চতার পূর্ণবয়স্ক বাঘটিকে ধরতে রীতিমতো কালঘাম ছুটে ছিল বন কর্মীদের। আর এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে উদ্ধার হল হিমালয়ান ব্লাক বিয়ার প্রজাতির ভাল্লুক শাবক।
বন দপ্তর সুত্রে জানা গিয়েছে গত ২৯শে ডিসেম্বর বিকেলের দিকে আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের কাছে রায়ডাক নদীর চরে দেখা মিলেছিল তার। স্থানীয়রা খবর দেয় বন দপ্তরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান। তবে উত্তরের জঙ্গলে বন্য প্রানির দেখা মেলা নতুন কিছু নয়। কিছু দিন আগেই জলপাইগুড়ি জেলার উত্তর শালবাড়ি অঞ্চলে এক্তি ভাল্লুক ঘুরেবেরাতে দেখা গিয়েছিল, সেটিও ছিল হিমালয়ান ব্লাক বিয়ার প্রজাতির ভাল্লুইক। এছাড়া ডুয়ার্স অঞ্চলে বেশ কিছু দিন ধরেই ভাল্লুকের দেখা মিলছিল। তবে এদিন আলিপুরদুয়ারের ভাল্লুক শাবকটিকে ঘুম পাড়ানি গুলির সাহায্যে ধরতে সক্ষম হন বন কর্মীরা। বন দপ্তরের এক আধিকারিক জানান ভাল্লুকটি হিমালয়ান ব্লাক বিয়ার প্রজাতির, ভাল্লুকটি ২ বছরের একটি স্ত্রী শাবক। ভাল্লুকটিকে উদ্ধার করার পরে তার শারীরিক পরিক্ষা করে তাকে আবার বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
দিন কয়েক আগেই আলিপুরদুয়ারের দলগাঁও রেঞ্জ জঙ্গল থেকে একটি ভাল্লুকের দেহ উদ্ধার হয়েছিল, প্রাথমিক তদন্তের পর জানা গেছিলো সেই ভাল্লুকটিও হিমালয়ান ব্লাক বিয়ার প্রজাতির স্ত্রী ভাল্লুক। তবে ভাল্লুকটির পেটের কাছে খুবলে মাংস খাওয়ার মতো দেখা গিয়েছিল। বন দপ্তরের কর্মীরা ভাল্লুকটির দেহ ময়না তদন্তের পরে জানিয়েছেন ভাল্লুকটির মৃত্যু হয়েছিল দিন তিনেক আগেই, কোন বন্য প্রাণীই তার দেহ খুবলে খেয়েছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News