কেরালার আমেজ কলকাতাতেই

banner

#Pravati Sangbad Digital Desk:

একটু খোলা হাওয়ার জন্য এবার কলকাতা থেকে সামান্য দূরেই ব্যাকওয়াটার্সে হাউসবোট যাপন উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। বছরের পর বছর অর্থ জমিয়ে কেরলের উদ্দ্যেশে রওনা দেন অনেকেই। কিন্তু, এবার গঙ্গাবক্ষেই পাওয়া যাবে হাউসবোটের অনুভূতি। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।' মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি'-র নামে এই হাউসবোট প্রকল্প শুরু করা হয়েছে। কনফারেন্স হল, বার কাউন্টার, ব্যাঙ্কুয়েট হল এবং রেস্তোরাঁ সহ প্রতিটি হাউসবোট হবে বিলাসবহুল। শুরুতে পর্যটকদের ছোট দল বা কর্পোরেট হাউস প্রতি ঘন্টায় 5,000 টাকায় হাউসবোট ভাড়া নিতে পারে এবং এটি কমপক্ষে তিন ঘন্টার জন্য নিতে হবে। রাজ্য পর্যটন দফতর ভবিষ্যতে আরও হাউসবোট আনবে। এখন থেকে পর্যটকদের জন্য দুটি হাউসবোট পাওয়া যাবে। জানা গিয়েছে, ব্যারাকপুরের গান্ধীঘাটের পাশেই এই হাউসবোট অবস্থিত। চারিপাশে গঙ্গা, মাঝে এই হাউসবোট তৈরি করা হয়েছে। পুরোপুরি হোটেলের আদলে এই হাউসবোটগুলি তৈরি করা হয়েছে। পাশাপাশি হাউসবোটগুলিতে থাকছে বিনোদনের ব্যবস্থাও। থাকছে বাউল গানের ব্যবস্থা। একইসঙ্গে একটি রান্নাঘরের ব্যবস্থাও থাকছে যেখানে অতিথিদের জন্য রান্না হয়। পাশাপাশি চারটি সুসজ্জিত ঘরও থাকছে। এই হাউসবোটে বছরভর পর্যটকদের ভিড় থাকে। ফলে সেখানে যাওয়ার জন্য আগে থেকে বুকিং করার প্রয়োজন রয়েছে। অনলাইনে এই হাউসবোটের জন্য বুকিং করা সম্ভব। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ইতিমধ্যেই বিভিন্ন ধরণের জাহাজ রয়েছে যা বিভিন্ন ঐতিহ্য এবং মজাদার ভ্রমণের জন্য গঙ্গায় ব্যবহৃত হয়। তবে এই হাউসবোটগুলি আজ পর্যন্ত ব্যবহৃত সমস্ত নৌযান থেকে আলাদা। তারা প্রযুক্তিগতভাবে উন্নত এবং সুন্দর অভ্যন্তরীণ সহ সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কনফারেন্স হলে যে কোন কর্পোরেট মিট এর জন্য প্রয়োজনীয় সকল আধুনিক যন্ত্রপাতি রয়েছে। একইভাবে, ব্যাঙ্কোয়েট হলটি পার্টি এবং বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়। পুরো হাউসবোট শীতাতপ নিয়ন্ত্রিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই উন্মোচন করা হাউসবোটগুলির নাম দিয়েছেন। এখন পর্যন্ত নামগুলো গোপন রাখছে পর্যটন বিভাগ।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News