Flash news
    No Flash News Today..!!
Tuesday, October 3, 2023

দীর্ঘ ৩ দিন উদ্ধার ৬ বছরের বালিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি তুরস্কে ভূমিকম্পে হাজার মানুষ মারা গিয়েছে। চাপা পড়ে আছে প্রচুর ধ্বংসস্ত। কিন্তু কে বলতে পারে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হতে পারে আরো কত মানুষের জীবন ঠিক তেমনভাবেই এক ভারতীয় সেনা তুরস্কের ভূমিকম্পের জেরে চাপা পড়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল ছয় বছরের একটি বালিকাকে। ঘটনাটি আজ সকাল ১০ টা নাগাদ। পরিবারের লোকজন? খোঁজ মিলেছে কি তাদের কারোর? তবে খবর নিয়ে জানা গেছে বালিকার পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন বালিকার মা বাবা এবং দুই ভাই। এবং এখনও পর্যন্ত বালিকা এবং তার মায়ের খোঁজ মিলেছে সেই চাপা পড়ে থাকা ধ্বংসস্তূপ থেকে এমনটাই জন যাচ্ছে। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সবারই আছে। তুরস্কের এই ভূমিকম্পের জেরে হাজার হাজার পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের। প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকাটাই যেখানে দুষ্কর হয়ে দাড়ায়, সেখানে প্রিয়জনদের শেষবারের মতো একবার দেখারও বোধ হয় সুযোগ হয়না। কিন্তু তুরস্কের এই ছয় বছরের বালিকা প্রমাণ করে দিয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার নামই জীবন।

সূত্রের খবর সকাল দশটা নাগাদ ওই ভারতীয় সেনা বালিকাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাধারণভাবেই বালিকাটির মানসিক এবং শারীরিক অবস্থা ভালো না থাকারই কথা। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে খবর বালিকাটির বর্তমান অবস্থা স্থিতিশীল এবং এও দেখা গেছে প্রিয়জনদের হারানোর পরেও বালিকাটির মুখে মিলেছে এক অদ্ভুত হাসি। শত প্রতিকূলতার মধ্যে থেকেও জীবন নিয়ে ফিরে আসার সুখী হয়তো বালিকাটের মুখে হাসির ছোঁয়া এনে দিয়েছে। এমনটাই অনুমান করা যাচ্ছে। এমন ভাবেই যদি উদ্ধার হতো তুরস্কের আরও বহু মানুষের জীবন। কিন্তু না তদন্তে উঠে এসেছে এমনি মৃত মানুষের সংখ্যা নাম যার সংখ্যা প্রায় ২১ হাজার। খোঁজ নিয়ে জানা গেছে এর আগে তুরস্কের উত্তর-পশ্চিমে হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল ১৭ হাজার।কিন্তু এই সংখ্যা কেউ ছাপিয়ে এবারের ভূমিকম্পে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার। শীত চলে গেলেও আপনার আমেজ এখনো রয়ে গেছে তাই এমনই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন সেখানকার বহু গৃহহীন মানুষ। তাই এই ঘটনার তদন্ত করতে শুক্রবারই সেখানে আসছেন WHO'র ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়াসুস।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News