প্রাকৃতিকভাবে এবং ডিটারজেন্ট ছাড়া জামা কাপড় ধবধবে সাদা করার উপায়

banner

#Pravati Sangbad Digital Desk:

ধবধবে সাদা পরিস্কার জামাকাপড় পড়তে আমরা কে না চাই না। কিন্তু সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় ওই ধবধবে সাদা জামাটায় যখন কোন দাগ লেগে যায়, তখন আমরা ভাবি কি দিয়ে এই ধবধবে সাদা জামাটা পরিষ্কার করব? আর এই ধবধবে সাদা জামাটার পুরানো দাগ ফিরিয়ে আনতে আমরা যেটা ব্যবহার করে থাকি তা হলো ব্লিচ। কিন্তু হয়তো আমরা জানি না এর ক্ষতিকারক দিকগুলি , তাই ব্যবহার করার আগে অবশ্যই জেনে নিতে হবে কেন এই ব্লিচ ব্যবহার করা উচিত নয়? ২০১৫ সালের ইউরোপীয় গবেষকদের দ্বারা প্রমাণিত ঘরে ব্লিচ রাখার কারণে শিশুরা অসুস্থ হয়ে যেতে পারে যেমন টনসিলাইটিস, টনসিল এর প্রদাহ, এছাড়াও ফ্লু ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও bless অন্যান্য পদার্থের সঙ্গে মিশে এক ধরনের বিষাক্ত গ্যাস করে। এছাড়াও ব্লিচকে শিশুরা ভুলবশত খেয়ে ফেললে তা শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে, আমরা কাপড় থেকে ব্লিচকে ধুয়ে ফেলার পরেও কিন্তু পরিবেশে তা থেকেই যাই, যা পরিবেশ দূষণ ও ঘটাতে পারে। তাই ব্লিচকে দূরে সরিয়ে রেখে অন্য একটি পরিবেশবান্ধব উপায়ে সাদা জামা কাপড় থেকে নোংরা দাগ দূর করুন। আর সেটি হলো লেবুর রস, সে ক্ষেত্রে মনে রাখা দরকার লেবুর রস কিন্তু শুধুমাত্র সাদা জামা কাপড়ের দাগ তুলতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রঙিন জামা কাপড় লেবুর রস খুব তাড়াতাড়ি বিবর্ণ করে তোলে। তাই খেয়াল রাখা দরকার শুধুমাত্র সাদা জামা কাপড়ের ক্ষেত্রেই লেবুর রস ব্যবহার করা উচিত। এবার যারাই কিভাবে ব্যবহার করবেন?দু কাপ লেবুর রসের সাথে এক কাপ লবণ নিয়ে মিশিয়ে নিন এরপর সেই সাদা জামা কাপড়টিকে তার মধ্যে ডুবিয়ে দিন। কারণ লেবুর রসের মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড আর এই অ্যাসিডের মধ্যে থাকা এনজাইম প্রাকৃতিকভাবেই সাদা জামা কাপড়ের দাগ দূর করে। এরপর কিছুক্ষণ বাদে দ্রবণের মধ্যে থেকে তুলে কাপড়টিকে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এছাড়াও ওয়াশিং মেশিনে লেবুর রস কে ব্যবহার করার জন্য আপনার ডিটারজেন্টের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে সাধারণভাবে জামা কাপড় কে পরিষ্কার করুন। শুধুমাত্র জামা কাপড় নয় লেবুর রস আমাদের ত্বক এবং চুল এবং চামড়ার পক্ষে অত্যন্ত উপকারী। 

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News