বাঘা যতীন'-এর শুটিং করতে গিয়ে আহত দেব

banner

#Pravati Sangbad Digital Desk:

'বাঘা যতীন' সিনেমার শুটিং করতে গিয়ে আহত দেব। শোনা গিয়েছে, অভিনেতার বাম চোখে আঘাত লেগেছে। ফলে সে চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে। প্রযোজক অতনু রায়চৌধুরীর মেয়ের বিয়ে সেরেই 'বাঘা যতীন'-এর শুটিংয়ের জন্য ওড়িশায় পাড়ি দিয়েছিলেন দেব। সেখান থেকেই দোল খেলার ছবি আপলোড করেন। ছবি দেখেই চমকে ওঠেন অনুরাগীরা। কারণ হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিলেও দেবের বাম চোখটি ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল। ২৬ জানুয়ারি প্রথম প্রকাশ পেয়েছিল 'বাঘাযতীন'-এর লুক। দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'             

এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেবকে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে। যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোত্‍সবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর - বাঘাযতীন।' ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। অরুণ রায়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দেব। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় দেবের সুস্থতা কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সেখানে সুস্থতা কামনা করেছেন রুক্মিণী মৈত্র।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News