ভিটামিন ই ক্যাপসুলের কি কি গুণাগুণ জানেন ?

banner

#Pravati Sangbad Digital Desk:

এখন বাড়িতে বাড়িতেই ভিটামিন ই ক্যাপসুল মজুত থাকে ।ত্বক সুন্দর রাখতে ও সৌন্দর্য্য বজায় রাখতে অনেকেই ই ক্যাপসুল ব্যাবহার করেন। ই ক্যাপসুল এর পুরো কথা টি হলো ইভিয়ন ক্যাপসুল ।এটি ই ক্যাপসুল নামেই বেশি পরিচিত ।

শুধুমাত্র শরীরের সৌন্দর্য্য বৃদ্ধি নয় ,বরং আরো অনেক উপকার ই করে এই ভিটামিন ই ক্যাপসুল ।সেগুলো আমাদের অনেকের কাছেই অজানা ।কি কি গুণাগুণ রয়েছে ই ক্যাপসুল এর ?? আসুন ,জেনে নিন - 

চুলের যত্নের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যাবহার করা যেতে পারে ।চুলে নিয়মিত যে তেল মাখেন তার সাথে ই ক্যাপসুল মিশিয়ে মাথায় মাখুন ।২ থেকে ৩ ঘণ্টা মেখে রাখুন দিয়ে ধুয়ে দিন ।সপ্তাহে দুদিন এমন করুন ।চুলের বৃদ্ধি হবে দ্রুত ।

যারা প্রতিনিয়ত জামা কাপড় কাচা বা বাসন মাজা ও রান্নাবান্না করে থাকেন ,তাদের বড়ো নখ রাখা খুব সমস্যা হয়ে যায় ।নখ দুর্বল হতে শুরু করে ও অল্প আঘাতেই ভেঙ্গে যায় ।নখে হলদেটে ছাপ ও পড়ে যায় ।তাই রোজ রাতে নখ ও নখের চারিপাশে ই ক্যাপসুল লাগলে নখ সুন্দর ও মজবুত থাকে।


অনেকেই রাতে ঘুমনোর আগে নাইটক্রিম বা ময়েশ্চারাইজার মেখে ঘুমোন।তারা যদি এই ক্রিম বা ময়েশ্চারাইজার এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখেন তাহলে ত্বক ভালো থাকে ।কারণ এটি সিরাম এর ন্যায় কাজ করে ,ফলে ত্বক আর্দ্র থাকে ।

কম বয়সেই মুখে বুড়োটে চাপ চলে এসছে ? মুখে ভাঁজ পড়েছে ? চেহারার জৌলুস কমে যাচ্ছে ? তাহলে ব্যাবহার করুন ভিটামিন ই ক্যাপসুল ।এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট,যা অকাল বার্ধক্য কে দূরে রাখে ।ত্বকের বলিরেখা দূর করে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ।নিয়মিত  ভিটামিন ই ক্যাপসুল ব্যাবহার ত্বক টানটান ও সুন্দর হয় ।

 তাই চুল ,নখ ,চেহারা সব কিছু সুন্দর রাখতে ব্যাবহার করতে পারেন ভিটামিন ইভিয়ান ক্যাপসুল।।

Journalist Name : Srimita Sasmal

Related News