স্বাস্থ্যকর চুলের জন্য পান পাতার প্যাক

banner

#Pravati Sangbad digital Desk:

অস্বাস্থ্যকর জীবনযাত্রা , অনিয়মিতখাদ্যাভ্যাস, অতিরিক্ত দূষণ, ধুলোবালি, নানা শারীরিক সমস্যা, কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহার,   

        সঠিকপদ্ধতিতে চুলের যত্ন না নেওয়া - এই সব নানা কারণে চুল ঝরা, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা বাড়ে। চুলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বহু টাকা ব্যায় করেন। অথচ সহজে ফল পেতে গিয়ে অনেক ক্ষেত্রেই ড্যামেজ হয়ে যায় চুল।  

    তাই একটু সময় বাঁচিয়ে নিজের জন্য বানিয়ে নেয়া যেতে পারে কিছু ঘরোয়া কার্যকারী প্যাক।

  *চুলের বৃদ্ধির জন্য পান পাতার হেয়ার প্যাক।* 

   ৪-৫টি পান পাতা অল্প জল দিয়ে বেটে নিন। এর সঙ্গে ২ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ ক্যাস্টর অয়েল এবং ১ চা চামচ জল ভালো ভাবে মিশিয়ে নিন। এই হেয়ার প্যাক স্ক্যাল্প ও চুলে ভালো ভাবে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করুন।


 *চুল পড়া কমাতে পান পাতার হেয়ার প্যাক* 

   পান পাতা চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কয়েকটা পান পাতা বেটে তার সঙ্গে তিলের তেল বা নারকেল তেল মেশান। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

    *স্বাস্থ্যকর চুলের জন্য পান পাতার হেয়ার প্যাক* 

   শুধু চুল পড়া নয়, চুলের আরও অনেক সমস্যা নিরাময়েও দারুণ কার্যকর পান পাতা। নারকেল তেলে জবা পাতা, তুলসী পাতা, কারি পাতা, পান পাতা দিয়ে ফোটান। কম আঁচে তেলটি ফোটান। যতক্ষণ না তেলের রং পরিবর্তন হয় ততক্ষণ তেল ফোটাতে থাকুন। তেল তৈরি হয়ে গেলে তা ঠান্ডা হতে দিন। এর পর ছাঁকনিতে এই তেল ছেঁকে পুরো চুলে ও স্ক্যাল্পে লাগান ভালো ভাবে। কমপক্ষে ২ ঘণ্টা মাথায় তেল লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News