ভোডাফোন-এর ৩৬% মালিকানা কেন্দ্রের হাতে

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের সবচেয়ে বড় ফোন অপারেটর কোম্পানির সবচেয়ে বড়ো শেয়ার হোল্ডার হতে চলেছে কেন্দ্র সরকার। এতদিন মোদী সরকার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে,সরকারি সংস্থা বেসরকারিকরণের জন্য। তবে এবার সেই কেন্দ্রের হাতে যাচ্ছে “ভোডাফোন” “আইডিয়া”-এর ৩৬শতাংশ শেয়ারের অংশ,সংস্থার তরফে এই বার্তা জানানো হয়েছে। সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে বাঁচিয়ে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিয়েছে কেন্দ্র। সোমবার একটি বৈঠকে কেন্দ্র এই বার্তা জানিয়েছেন। বলা হয়েছে,কোম্পানির বকেয়া স্পেকট্রাম নিলামের কিস্তি এবং বকেয়া এ.জি.আর-এর পুরো সুদের পরিমাণকে ইক্যুইটিতে বদলে ফেলার সিন্ধান্ত নেওয়া হয়।
ব্লুমব্লার্গ-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে,এই সিন্ধান্তের পর ভোডাফোন আইডিয়াতে কেন্দ্রের শেয়ার বেশি থাকবে। বকেয়া অংকের দিকে নজর রেখে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভোডাফোন গ্রুপ পিএলসি-এর শেয়ার থাকছে ২৮.৫ শতাংশ। আর আদিত্য গ্রুপের শেয়ার থাকবে ১৭.৮শতাংশ।কিন্তু এইরকম সিন্ধান্তর কারণ কেন সেই বিষয়ে তথ্য পাওয়া যায় যে, কিছু বছর ধরে “জিও” এর সাথে “ভোডাফোন” এর প্রতিযোগিতা চলছে।কয়েক বছর আগে  আদিত্য বিড়লা গ্রুপের “আইডিয়া” নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে তেমন লাভ করতে পারেনি।এই ভোডাফোন সংস্থাটি একটা বড় অংকের বকেয়া অর্থকে ইক্যুইটিতে পরিবর্তন করে দেশে আরও বেশিদিন ব্যবসার সুযোগ গ্রহণ করতে চাইছেন।এই কারণে ভোডাফোন সংস্থাটি তাদের কোম্পানির সবচেয়ে বড় অংশের দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রের হাতে।

অপরদিকে, ভোডাফোন আইডিয়া সুদের অংশ ইক্যুটিতে পরিবর্তন করার সিন্ধান্ত নিলেও “ভারতী এয়ারটেল” এই মাসের শুরুতেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন,বকেয়া স্পেকট্রাম এবং সুদের পরিমাণকে ইক্যুটিতে রুপান্তর করার অপশন তারা নেবেন না। কেন্দ্র এর আগে ২০২১ সালে অক্টোবরে টেলিকমের জন্য প্যাকেজ ঘোষণা করেছিলো। প্যকেজ বা অফার গুলোর মধ্যে একটি চার বছরের মধ্যে স্পেকট্রাম নিলামের কিস্তি এবং এজিয়ার সম্পর্কিত বকেয়া পেমেন্ট মিটিয়ে দেওয়া। এয়ারটেল এই অফারটি গ্রহণ করেছে বলেই মনে করা হয়েছে।কিন্তু সেটা করেও বিশেষ লাভজনক হয়নি। একদিকে ভোডাফোন এর অংশীদ্বারিত্ব সরকারের হাতে এলেও,শেয়ার বাজার অবাক করছে দর্শকদের। বাজার শুরু হওয়ার সাথে সাথেই কোম্পানির শেয়ার দর ১০% এর বেশি কমে যায়।

বিএসই- তে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভোডাফোনের বোর্ড অফ ডিরেক্টরস ১০ই জানুয়ারি ২০২২-এ অনুষ্ঠিত একটি বৈঠকে স্পেকট্রামে নিলামের কিস্তি এবং এজিয়ার বকেয়ার সম্পূর্ণ পরিমাণকে ইক্যুটিতে রূপান্তরিত করার বিষয়টি অনুমোদন দিয়েছে।

Journalist Name : Aditi Sarker

Related News