মাছ ধোওয়ার পর হাতে আঁশটে গন্ধ দূর করার উপায়

banner

#Pravati Sangbad Digital Desk:

মাছ ধোয়ার পর বা মাছ কাটার পর হাতে কিন্তু একটা আঁশটে গন্ধ রয়েই যায়। একাধিকবার সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় সেই গন্ধ যেতে চায় না। অনেকক্ষণ পর্যন্ত সেই গন্ধ হাতে থেকে যায়। অনেকেরই মাছের এই আঁশটে গন্ধে গা গুলায়। অনেকেই এই গন্ধ পছন্দ করেন না। এমনকী সেই হাতে অন্য বাসন ধরলে বাসনেও গন্ধ হয়ে যায়। সমস্যা হয়ে যায় সেখানেও। কিছু কৌশল ব্যবহার করলে এসব বিরক্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারেন আপনি।
তেল ও হলুদ ব্যবহার: মাছ কাটা কিংবা ধোয়ার পর হাতের গন্ধ দূর করার জন্য ব্যবহার করতে পারেন তেল ও হলুদ। এই পদ্ধতি বেশ পুরোনো। মাছ ধোয়ার পর হাত ধুয়ে ভালো করে মুছে নিন। এরপর তাতে তেল ও হলুদ মিশিয়ে ভালো করে ঘষুন। এবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। এতে হাতে লেগে থাকা মাছের গন্ধ চলে যাবে সহজেই।
লেবুর ব্যবহার: যেকোনো কটু গন্ধ দূর করার কাজে লেবু বেশ কার্যকরী। এটি মাইক্রোওয়েভ ওভেন কিংবা ফ্রিজের দুর্গন্ধও দূর করে। মাছ কাটা কিংবা ধোয়ার পর হাতের দুর্গন্ধ দূর করতে লেবুর রস দুই হাতে ঘষে নিতে পারেন। এরসঙ্গে সামান্য কমলার রসও ব্যবহার করতে পারেন। এতে হাতের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি ত্বকও ভালো থাকবে। 
কফি স্ক্রাব:- আপনার সমস্যা সমাধান করতে ব্যবহার করুন কফি। মাছ কাটার পর দুই হাতে কফি পাউডার ঘষে নিন। কিছুক্ষণ পর হাত সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
টুথপেস্ট ব্যবহার করুন :- পোড়ার ক্ষত সারাতে যেমন টুথপেস্ট খুবই উপযোগী, তেমনই হাতের আঁশটে গন্ধ দূর করার ক্ষেত্রেও কার্যকরী। মাছ ধোওয়া বা কাটার পর দুই হাতে ভালো করে টুথপেস্ট মেখে নিন। কিছুক্ষণ রাখার পর হাত ধুয়ে ফেলুন। হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News