২৬শে জানুয়ারির সকালে কলকাতার রাজপথে স্বমহিমায় “জয়তু নেতাজী” ট্যাবলো

banner

#কলকাতা:

কিছুদিন আগেই রাজ্যের নেতাজি বিষয়ক ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র সরকার, আর তা নিয়ে রাজ্য কেন্দ্র রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল। কেন্দ্রের প্রত্যাখ্যানকে পূর্ণবিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্বেও প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামনকে বলতে শোনা গেছে, “ এই ঘৃণ্য রাজনীতি বন্ধ করুন”, তবে কেন্দ্রের হয়ে চিঠি পাঠিয়ে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজ্যকে দেওয়া চিঠিতে তিনি বলেন, “ নেতাজীর কাছে আমরা সবাই কৃতজ্ঞ, তিনি ভারত মাতার বীর সন্তান। দেশের জন্য তার অবদান ভোলার নয়”, তিনি আরও বলন, “ কেন্দ্রের ট্যাবলো বাছাইয়ের নীতি অত্যন্ত স্বচ্ছ। তার জন্য আলাদা কমিটি রয়েছে”, অর্থাৎ তার কথায় এটাই স্পষ্ট হয়ে যায় রাজ্যের ট্যাবলো বাতিলে কেন্দ্রের কোন হাত নেই। তাছাড়া তিনি এও বলেন, “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজীর স্মরণে দিল্লির ইন্ডিয়া গেটে মূর্তি স্থাপন করবেন, ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মতিথিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন তিনি, এবার থেকে ২৬শে জানুয়ারির অনুষ্ঠান ২৪শে জানুয়ারির পরিবর্তে শুরু হবে ২৩শে জানুয়ারি থেকে। চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত”। এত কিছুর মধ্যেই এবার গোটা দেশেই আড়ম্বরের সাথে পালিত হয়েছে নেতাজীর জন্মসার্ধশত বার্ষিকী। নেতাজী মূর্তির হলোগ্রাম স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গতকাল ছিল প্রজাতন্ত্র দিবস। গোটা দেশে কোভিড বিধি মেনেই পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। কিন্তু রাজ্যের নেতাজী বিষয়ক ট্যাবলো কেন্দ্র বাতিল করলেও দিল্লির রাজ পথে দেখা গিয়েছে নেতাজীর ট্যাবলো। ঠিক তেমনই এ রাজ্যের রাজপথেও ২৬শে জানুয়ারির কুচকাওয়াজে অংশ নিতে দেখা গেছে “জয়তু নেতাজী” নামক নেতাজী বিষয়ক ট্যাবলোর। দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে জয়তু  নেতাজী ট্যাবলো। 

সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তলন করে ২৬শে জানুয়ারির অনুষ্ঠান শুরু করেন, রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন। তারপরেই শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান। এ রাজ্যের কুচকাওয়াজের অন্যতম একটি নিদর্শন হল সেনাবাহিনীর রুটমার্চ, যা রাজধানী দিল্লি ছাড়া অন্য কোথাও দেখা যায় না। “জয়তু নেতাজী” ট্যাবলো দিল্লির রাজপথে অনুমতি না পেলেও এ রাজ্যের রাজপথে প্রদর্শিত হয়েছে নেতাজী বিষয়ক ট্যাবলোটি। যা নিয়ে খুশি একাধিক রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের সাধারণ নাগরিকরাও। এদিন সকালে দেশবাসীর উদ্দেশ্যে ২৬শে জানুয়ারির শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, “ দেশের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।“ এদিন সকালে ২৬শে জানুয়ারি উপলক্ষে নাগরিকদের উদ্দেশ্যে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তিনি যোগ দেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

Journalist Name : sagarika chakraborty

Related News