পশুপ্রেমী থেকে পশু হত্যাকারী, মানুষ কোনো কিছুতেই পিছপা হন না সৌখিনতার জন্য

banner

#Pravati Sangbad Digital Desk:

নিত্যনতুন দিনে নিজেদের সুন্দর জীবনকে আরও কীভাবে সুন্দর করে সাজানো যায় আমরা সেই পন্থাই অবলম্বন করে থাকি। আর মানুষ মানেই সৌখিনপ্রিয়; হোক না  সেটা সোনা বা ইমিটিশন, কাঁচ বা কাঠ, আসল বা নকল। আর এখন তো চলতি বাজারে পশুর চামড়া ও তাদের দেহের বিভিন্ন অংশের তৈরি জিনিসের প্রচলনও বিপুল পরিমাণে বেড়েই চলেছে। মানিব্যাগ থেকে শুরু করে জুতো, স্যান্ডেল, জ্যাকেট, লেডিস হ্যান্ড-ব্যাগ, বেল্ট, মূর্তি, চিরুনি, আংটি, চুড়ি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি তৈরি করা হয় থাকে। তাছাড়া শিকারিরাও ওত পেতে থাকে তাদের শিকারের জন্য। যাতে শিকারের পর পশুর দেহের বিভিন্ন অংশ উচ্চ দামে বিক্রি করতে পারে। বিভিন্ন পশুর দেহাংশ থেকে ওষুধও তৈরি করা হয় থাকে। এগুলি থেকে আমরা উপকার পেয়ে থাকলেও, পশুদের যে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে সে বিষয় ভাবা প্রায় ছেড়েই দিয়েছি আমরা। যেমন-
১) গরু – গরু আমাদের দুগ্ধজাত পোষ্য হলেও পশুজাত পণ্য-দ্রব্যের মধ্যে সবার আগে গরুর কথাই আগে আসে। গরুর চামড়া থেকে জুতো, বেল্ট, জ্যাকেট, ব্যাগ, মানি ব্যাগ, হ্যান্ড-গ্লোবস ইত্যাদি অবলীলায় তৈরী করে থাকি।

২) মহিষ – মহিষও আমদের একটি দুগ্ধজাত পোষ্য। মহিষের চাহিদা সাধারণত চামড়ার বেল্টের জন্যই। এর চামড়া থেকেই উৎকৃষ্টমানের বেল্ট তৈরি করা হয় থাকে। এছাড়া, আর্মিদের বুট, জুতোর আউট সোল, কারখানার সেফটি বুট ইত্যাদি।
৩) সাপ – সাপের চামড়ার তৈরি পণ্য-দ্রব্যের ব্যবহার অনেক জায়গায় নিষিদ্ধ হয় গেছে। কিন্তু তাও এখনও বহু জায়গায় সাপের চামড়ার পণ্য-দ্রব্য প্রচলিত রয়েছে। সাপের চামড়ার প্রচলন মানিব্যাগের জন্য বেশি।
৪) বাঘ – দিন দিন দেশে বাঘের সংখ্যা কমছে বই বাড়ছে না। তার প্রধান কারণ বাঘের দেহাংশের বিভিন্ন ব্যব্যহার। বাঘের চামড়া দিয়ে জ্যাকেট, জুতো, মানি ব্যাগ, বাঘের দাঁতের বিভিন্ন দ্রব্য, দেহাবশেষ এবং বহু টাকার বিনিময় চামড়াও বিক্রি করা হয়ে থাকে।

৫) কুমির – এশিয়া-ইউরোপে আর পাঁচটা পশুর মতোই কুমিরের চামড়া, দাঁত, চোখ, দেহাবশেষ সবই বিক্রয়দ্রব্য। বুট, বেল্ট, হ্যান্ড-ব্যাগ কুমির চর্মসৃষ্ট। আংটি, ব্রেসলেটের উপর কাজ, মুকুট কুমির দন্তসৃষ্ট।
৬) ভেড়া – ভেড়া সৃষ্ট চামড়া থেকে মুলত জ্যাকেট তৈরি করা হয়। এছাড়া কমদামী ছোটো জুতোও তৈরি করা হয়ে থাকে।
৭) ছাগল – ছাগলের চামড়া থেকে মহিলাদের স্যান্ডেল, হ্যান্ড-ব্যাগ, নিম্নমানের মানবিব্যাগ তৈরি করা হয়ে থাকে।
৮) হাতি – হাতির চামড়া থেকে জুতো, ব্যাগ, বেল্ট, দাঁত থেকে চিরুনি, সৌখিন দ্রব্য, মূর্তি তৈরি এবং দেহাংশ বিক্রি করা হয়ে থাকে। 

Journalist Name : Swarnalye Paul

Tags:

Related News