করোনাকালে বাজেট পেশ-এর সময়সূচী

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনার মধ্যেই এই বছর বাজেট পেশ-এর দিন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ একটু কমার সাথে সাথেই কেন্দ্রীয় বাজেট ২০২২-এর জন্য প্রস্তুতি তুঙ্গে। ওমিক্রনের বাড়বাড়ন্তর মধ্যেই লোকসভা এবং রাজ্যসভা থেকে ঠিক সময়ে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে  করোনার সমস্ত গাইড লাইন কঠোরভাবে অনুসরণ করা হবে।
২০২২ সালের আগামী সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করার কারণে সাধারণ মানুষের চোখ থাকবে টিভি, কম্পিউটার এবং মোবাইল স্ক্রিনে। করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে বারবার লকডাউন ঘোষণা হয়, যার ফলে অর্থনৈতিক কার্যকলাপ প্রত্যাশিত হিসাবে বৃদ্ধি পেতে পারেনি। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির প্রভাব সহ্য করে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সরকার কর্তৃক বেশ কিছু শিথিলকরণ, নতুন প্রকল্প ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন এনেছিল। এবারও সেই অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই বাজেট দেখা যাবে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন হিসাবে বাজেট পেশের রীতিতে বদল এনেছিলেন। তাঁর হাত ধরেই বাজেট অধিবেশনে এসেছে অনেক পরিবর্তন। বিদেশি সংস্কৃতির প্রভাব কাটিয়ে যে “স্বদেশি” পণ্যের দিকেই ঝুঁকছে সেই বার্তাই দিয়েছিলেন অর্থমন্ত্রী। ২০২১ সালে করোনা সংক্রমণ ভারতের বাজেটের ইতিহাসে প্রথমবার “পেপারলেস বাজেট” পেশ করা হয়েছিল। সুত্রের খবর, এবারও পেপারলেসই হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এবারেও বাজেট  পেশ ডিজিটাল পদ্ধতিতেই বাজেট পেশ করা হবে। জানা গিয়েছে, এবারে আগের বারের মতো বাজেটের যাবতীয় নথি ডিজিটালেই পাওয়া যাবে।

২০২২ এর বাজেট অধিবেশন দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম দফা ১লা ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফা ১৪ ই মার্চ থেকে ৮ ই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাজেট অধিবেশনের নিয়ম অনুযায়ী, রামনাথ কোবিন্দ-এর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে পতাকা তুলবেন। একই দিনে কেন্দ্রীয় অন্ত্রমন্ত্রী নির্মলা সীতারমন সাংসদের ২০২২ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ১১ ই ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশনের প্রথম পর্বে এই ভাষণটি আলোচনার মাধ্যমে অনুসরণ করা হবে।
অর্থমন্ত্রীর বাজেটে বক্তৃতা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই বক্তৃতার নির্ধারিত সময় সকাল ১১টা। আর এই বাজেট পেশ দেড় থেকে দুই ঘণ্টা পর যে কোন জায়গা থেকে দেখা যেতে পারে। তবে বাজেট অধিবেশন অনেক সময় ধরে যেতে পারে।

Journalist Name : Aditi sarker

Tags:

Related News