কালিপুজাতেও মণ্ডপে ঢোকা নিয়ে থাকবে বিধিনিষেধ, জানালো হাইকোর্ট

banner

#Kolkata:

কালীপূজো জগদ্ধাত্রী পুজোয় ভীড় আটকাতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে বলে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | গতবছর কালীপুজো জগদ্ধাত্রী পুজোয় কলকাতা হাইকোর্ট যে বিধিনিষেধ আরোপ করেছিল তা কার্যত জারি রাখছে বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার অবসরকালীন বেঞ্চ |

    

    করোনার দুটি টিকা নেয়া থাকলেও অবাধে মণ্ডপে প্রবেশ করা যাবেনা বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট | মণ্ডপের আয়তন অনুযায়ী পুজো কমিটির নির্দিষ্ট সংখ্যক সদ্যসরা মণ্ডপে থাকতে পারবেন | যদিও বছর দুর্গাপুজোয় টিকার দুটি ডোস নেয়া থাকলেও মাস্ক পরে মণ্ডপে ঢোকার ক্ষেত্রে ছাড় মিলেছিল তবে পুজোর সময় মণ্ডপের সামনে যেভাবে জনস্রোত দেখা গিয়েছিল তাতে শঙ্কিত অনেকেই| তারই ভিত্তিতে কি এই বিধিনিষেধ!

 

 এদিন আদালতের নির্দেশের পর অনেকেরই কথা দুর্গাপুজোর ভিড়ের পুনরাবিত্তী রুখতেই হাইকোর্টর এই কড়া বিধিনিষেধ | তবে কালীপুজো জগদ্ধাত্রী পুজোর নিয়ন্ত্রণবিধি গত মঙ্গলবারই শিথিল করেছে রাজ্য সরকার| ফলে ভীড় আটকানোর প্রচেষ্টার ফল বাস্তবে কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই | কালীপুজোয় কোভিডবিধি রক্ষনাবেক্ষণের ক্ষেত্রে পুলিশকে বাড়তি সতর্ক করা হয়েছে | “আদালতের রায় এবং কোভিডবিধি মেনে চলা বাধ্যতামূলক” - ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলেছে নবান্ন | তবে জনতা রাস্তায় নামলে পুলিশ কিভাবে সামাল দেবে তাই নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে | প্রশাসন যদিও সাধারণ মানুষের সইচ্ছার উপরেই বেশি নির্ভর করছে | তবে প্রশাসনের এই প্রচেষ্টা বাস্তবে প্রতিফলিত হবেতো তাই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই | কারণ দুর্গাপুজোর পর থেকেই যেভাবে রাজ্যে কোভিড সংক্রমণ বেড়েই চলেছিল তাতে প্রশ্ন ওঠেছে কালীপুজোয় সেই সংক্রমণ আরও বৃদ্ধি পাবে নাতো | তাই বলা হয়েছে, কালীপুজো জগদ্ধাত্রী পুজোয় সবাইকে কোভিডবিধি মেনে পান্ডাল হোপিং করতে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করতে |     

Journalist Name : Mukesh Nag

Related News