Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই জমা পড়ল ৯০০ কোটি টাকা ! রাতারাতি কোটিপতি ক্লাস সিক্সেরপড়ুয়া

banner

#কাটিহার, বিহার:

গ্রামের দুই স্কুল পড়ুয়া কিশোরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই ট্রান্সফার হয়েছে ৯০০ কোটি টাকা (Rs 900 crores credited in bank accounts) ৷ যা দেখে গ্রামের অন্যান্য বাসিন্দারাও ব্যাঙ্কের সামনে এখন লাইন লাগিয়েছেন ৷ কারণ সবাই নিজের পাসবুক আপডেট করে একবার ব্যালেন্স চেক করে নিতে চান ৷ ভাবছেন, যদি তাদেরও অ্যাকাউন্টে কিছু টাকা এইভাবেই পড়ে গিয়ে থাকে !

দুই স্কুল পড়ুয়ার ব্যাঙ্কে যে পরিমাণ টাকা জমা হয়েছে, সেই পরিমাণ টাকা হয়তো কোনও ধনীর সেভিংস অ্যাকাউন্টেও থাকে না ৷ ৯০০ কোটি টাকা হঠাৎ এমনি এমনি পেয়ে যাওয়া তো আর মুখের কথা নয় ৷ কাটিহার জেলার আজমগড়ের প্রখণ্ড পস্তিয়া গ্রামের ঘটনা ৷

বুধবার সন্ধেবেলা খবরটা জানাজানি হওয়ার পর থেকেই সব মানুষই ব্যাঙ্কে নিজের ব্যালেন্স চেক করার জন্য লাইনে দাঁড়ান ৷ ওই গ্রামের দুই স্কুল পড়ুয়ার মধ্যে আশিস নামের একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২০ লক্ষ ১১ হাজার এবং ১০০ টাকা ৷ অন্যদিকে গুরু চরণ বিশ্বাসের ব্যাঙ্কে জমা পড়েছে ৯০৫ কোটি টাকা ! দু’জনেই ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বলে জানা গিয়েছে ৷ পড়াশোনার জন্য সরকারি অনুদান হিসেবে টাকা জমা পড়ার কথা ছিল ৷ কিন্তু তাই বলে একেবারে কোটি কোটি টাকা জমা পড়বে, তা কেউ স্বপ্নেও ভাবেনি ৷

নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়ল, তা জানার জন্যই ব্যালেন্স চেক করতে গিয়েছিলেন ওই দুই কিশোর এবং তাদের বাবা মা ৷ ব্যাঙ্ক ব্যালেন্স দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় ৷ এত টাকা হঠাৎ কোথা থেকে এল ! উপস্থিত প্রত্যেকেই এই পরিমাণ টাকার অঙ্ক দেখে চমকে ওঠেন ৷ ব্যাঙ্কের শাখার এক কর্মী মনোজ গুপ্তাও এই ঘটনায় অবাক হয়ে যান ৷

আপাতত দু’জনের অ্যাকাউন্টেই সবরকম লেনদেন বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা পর্যন্ত ওই দুই অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে ৷ কীভাবে কার গাফিলতিতে এমন বিশাল ভুল হয়ে গেল, তা খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

Journalist Name : Priyasree

Tags:

Related News