নীতি পুলিশি কোন ভাবেই মেনে নেওয়া হবে না, ঐতিহাসিক রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের সংবিধান অনুযায়ী কোন প্রাপ্ত বয়স্ক নাগরিক যদি তার প্রেমিক বা প্রেমিকার সাথে এক ছাদের তলায় বসবাস করেন তাহলে কোন রকম নীতি পুলিশি বরদাস্ত হবে না, সাফ জানিয়ে দিলো মধ্যপ্রদেশ হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি নন্দিতা দুবে শনিবার একটি মামলার শুনানিতে এমনটাই রায় দেন। গত ২৮শে ডিসেম্বর মুম্বাইয়ের একটি আদালতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এক যুগল। তার পরেই মেয়ের বাড়ির পক্ষ থেকে থানাই একটি নিখোঁজ ডাইরি করা হয় এবং পরে বছর ১৯  বছর বয়সী মেয়েকে খুঁজে পেলে বাড়ির লোকজন তাকে জোর করে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সদ্য বিবাহিত স্বামী মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা করেন। তিনি বলেন, “ তার বিবাহিত স্ত্রীকে তার পরিবারের লোকজন জোর করে নিয়ে গেছেন এবং আটকে রেখেছেন। আমার স্ত্রী প্রাপ্তবয়স্ক তাই এটা সম্পূর্ণ বেআইনি।“ এমনকি মামলাকারী এও বলেন, “ আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি এবং একসাথে থেকেছি, আমার স্ত্রী নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।“

এই আবেদন অনুযায়ী শনিবার ভিডিও কনফারেন্সে দীর্ঘক্ষণ শুনানি চলে, আর তাতেই মামলাকারির স্ত্রী দাবি করেন, “ সে ইচ্ছায় বিয়ে করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কিন্তু তার পরিবারের লোকজন তাকে বেনারসে তার বাড়িতে আটকে রেখেছে এবং মানসিক নির্যাতন করছে”।
২০২১ সালের ধর্মের স্বাধীনতা আইন অনুযায়ী কোন ব্যাক্তি বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা হবে না, আর যদি তা হয় তাহলে আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী বিয়েটি বাতিল হয়ে যাবে। এই যুক্তি দেখিয়ে রাজ্যের আইনজীবীরা আদালতের কাছে বিয়ে বাতিলের আর্জি জানান। কিন্তু বিচারপতি নন্দিতা দুবে সাফ জানিয়ে দেন, “ দুই জনেই প্রাপ্ত বয়স্ক, তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে, এক সাথে সহবাস করেছে। এমনকি ধর্মান্তরিত করার জন্য কোন রকম জোর করা হয়নি বরং সে নিজের ইচ্ছে তেই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই”।
নীতি পুলিশি কোন ভাবেই মেনে নেওয়া হবে না, ঐতিহাসিক রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নন্দিতা দুবে রাজ্য প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেন মামলাকারীর কাছে যেন তার স্ত্রীকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয় তা দেখার জন্য।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News