বাজেটের ইতিবৃত্তান্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

সোমবার সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্য দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করেন। দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে আসতে হাতের নাগালে আসতে শুরু করেছে আর তার মধ্যেই শুরু হল ২০২২ সালের বাজেট অধিবেশন। প্রথম দফার অধিবেশন চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরু হবে ১৪ই মার্চ থেকে চলবে ৮ই এপ্রিল পর্যন্ত। বাজেট মূলত দেশের অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই। দেশের সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই বাজেটে উল্লেখ করা হয়। অতীতে রেলের জন্য আলাদা করে বাজেট পেশ করা হলেও বর্তমানে তা বন্ধ। এদিন বাজেটের সূচনা পর্বে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুখ্যাতি করতে শোনা গেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। বেটি বাঁচাও বেটি পড়াও, জন ধন যোজনা, পেনশন স্কিম, উজালা প্রকল্প প্রভৃতি প্রকল্পের কথা শোনা গেছে রাষ্ট্রপতির মুখে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন মঙ্গলবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেট বেশ করেন। যদিও এই বছরের বাজেট একটু অন্য ধরণের। আগে কেন্দ্রীয় বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাতে করে একটি ব্রিফ কেস নিয়ে আসতেন আর তাতেই থাকতো বাজেট সংক্রান্ত সমস্ত নথি।। তারপর বাজপেয়ী জামানাতেই সেই রীতিতে রাশ টানা হয়। প্রচলন করা হয় লাল শালুকে মোড়া খাতা। তবে এই অতিমারি পরিস্থিতিতে আরও এক নতুন চমক, খাতা বা ব্রিফ কেস নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে লাল খাপে মোড়া ট্যাব, আর তাতেই থাকবে বাজেটের খুঁটিনাটি।

মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বাজেট পেশ করেন। এক নজরে কেন্দ্রীয় বাজেট দেখে নেওয়া যাক-
কেন্দ্রীয় বাজেট ২০২২ এর প্রথমেই থাকছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সরকারি কর্মীদের ট্যাক্স ডিডাকশনের সীমা আগে ছিল ১০ শতাংশ কিন্তু নতুন বাজেটে তা বাড়িয়ে করা হল ১৪ শতাংশ, যার ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে সামাজিক নিরাপত্তা সুবিধাগুলি সমান হবে। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও ৪০০টি বন্দে ভারত সুপার ফাস্ট ট্রেন ছুটবে দেশের বিভিন্ন প্রান্তে। দেশে জোর দেওয়া হচ্ছে দূষণ মুক্ত পরিবহণ ব্যবস্থাই, সেই কারণে ব্যাটারি প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য থাকছে বিশেষ ছাড়। দাম কমছে মোবাইল, ইলেক্ট্রনিক সামগ্রীর। দাম কমছে পোশাকের। পেট্রো পন্য উৎপাদকে যেই সমস্ত রাসায়নিক ব্যাবহৃত হয় দাম কমছে সেই সমস্ত রাসায়নিকেরও। তবে দাম বাড়ছে ভোজ্য তেলের। এই বাজেটের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল ক্রিপ্টো কারেন্সি। নজর দেওয়া হচ্ছে ডিজিটাল লেনদেনেও। দেশীয় ক্রিপ্টোতে মিলেছে ছাড়। চালু হতে চলেছে ডিজিটাল পাসপোর্ট, যার মধ্যেই যাত্রীর সমস্ত ধরণের তথ্য থাকবে। দেশের সমস্ত পোস্ট অফিসগুলিকে আনা হবে কোর ব্যাঙ্কিং এর আওতায়। তাছাড়া দাম কমছে মুল্যবান রত্নের। মহিলাদের ক্ষমতায়নের জন্য আনা হচ্ছে বিশেষ প্রকল্প। সেই সমস্ত গ্রামের জন সংখ্যা কম সেই সমস্ত গ্রামগুলিকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচীর আওতায় আনা হবে। আবার থেকে সেনা বাহিনীর জন্য দেশীয় অস্ত্র কারখানাগুলি থেকেই সামরিক অস্ত্র কেনা হবে, যার মাত্রা আগের থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News