বাজেটর নতুন নিয়ম ব্যাটারি সোয়াপিং বাড়াবে ইলেকট্রিক যানবাহনের বিক্রি

banner

#Pravati Sangbad Digital Desk:

গত মঙ্গলবার পেশ করা হয়েছে এই বছরের অর্থাৎ ২০২২ এর কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর পেশ করা বাজেটে অনেক উনিশ বিশ দেখা যায়। এরই মধ্যে একটি হলো কি করে ইলেকট্রিক যানবাহনের এর ব্যবহার বাড়ানো যায়। যথাযোগ্য পরিকাঠামো তার জন্য তৈরী করতে হবে এবং সে বিষয়ে তৎপর হচ্ছে সরকার। তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ভেহিকেলস চার্জিং স্টেশন খুব সহজেই ব্যবহার করা যায় ইভি। তবে বিশ্লেষণ কারীদের একাংশের মত অনুসারে এবারের বাজেটে আলোকিত হয়েছে ইভি। তবে পরিকাঠামো উন্নত করে যদি ইলেকট্রিক ভেহিকেলস এর ওপর বাড়তি নজরদারি দেওয়া হয় তাহলে তা থেকে বিনিয়োগ বাড়বে। একই সাথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন ব্যাটারি সোয়াপিং নীতি চালু করা হবে। অর্থমন্ত্রীর কথা অনুযায়ী ব্যবহার অধিক পরিমাণে করার জন্য অনেক বেশি করে চার্জিং স্টেশন তৈরি করতে হবে দূর-দূরান্তে প্রত্যন্ত অঞ্চলেও ফাঁকা জায়গায় চার্জিং স্টেশন তৈরি করার কথা ভাবছে সরকার। এছাড়াও যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলোতেও ব্যাটারির ব্যবহারের কথা বলেছেন অর্থমন্ত্রী।

এর আগেও বারংবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির মুখে বৈদ্যুতিক যানবাহন এর ব্যবহার অধিক করার কথা শোনা গেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শূন্য জীবাশ্ম জ্বালানি ইঙ্গিত দেয়া হয়েছে। এবং ব্যাটারি সোয়াপিং নীতি চালু করে বৈদ্যুতিক গাড়িগুলোকে আরো বেশি করে উৎসাহিত করা যাবে। বিভিন্ন জায়গায় তৈরি চার্জিং স্টেশন ইকোসিস্টেমেও সাহায্য করবে। অপরিশোধিত তেল ও কয়লা আমদানির ওপর জোর বাড়াতে আরো বেশি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও জোর দেওয়া হবে সৌর বিদ্যুতের ওপর। এবং কমতে পারে শক্তির অপচয়ও। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলে প্রাকৃতিক দূষণ অনেক বেশি মাত্রায় নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও জায়গায় জায়গায় চার্জিং স্টেশন তৈরি হলে অনেক দূরের জার্নিতে নির্ভয় থাকবে চালক ও প্যাসেঞ্জার উভয়েই। এছাড়াও বৃদ্ধি পাবে ব্যাটারি উৎপাদন। কেন্দ্রের পক্ষ থেকে বৈদ্যুতিক গাড়ি তৈরির সংস্থাগুলিকে ৬০০ কোটি ডলার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News