আসতে চলেছে দেশে ডিজিটাল মুদ্রা

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার নিজস্ব ডিজিটাল মুদ্রা আনছে ভারত। মঙ্গলবারই বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেই ডিজিটাল মুদ্রা বা কারেন্সি চালুর কথা জানিয়েছেন তিনি। এই মুদ্রার নাম হবে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। এই নিয়ে বেশ কয়েক বছর ধরেই ভাবনা চিন্তা করছিল কেন্দ্র৷ গতবছর সংসদে সরকার জানিয়েছিল, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা যায় কি না সেটা দেখছে আরবিআই৷ এবার বাজেটে নিজস্ব ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা করে দিলেন নির্মলা।
বিশ্বে এখন নজরকাড়া হল ক্রিপ্টোকারেন্সি। আর এই ডিজিটাল কারেন্সি আগের বছর বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে এই অর্থনীতি একটি বড় ভূমিকা পালন করেছেন। আর অর্থমন্ত্রী এই ডিজিটাল কারেন্সি প্রস্তাবে ভারতীয় অর্থনীতির জন্য একটা বিশেষ সুখবর। ইলেকট্রনিক আকারে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা, সার্বভৌম মুদ্রা, প্রচলিত মুদ্রা প্রদর্শিত করা হবে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS) এর ২০২১ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, CBDC তে ৮৬ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করছে। পাশাপশি ৬০ শতাংশ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। আর ১৪ শতাংশ পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে।
বর্তমানে নানা ব্যবসায় লেনদেন হলেও ক্রিপ্টোকারেন্সিগুলির  নগদ মুদ্রার সঙ্গে মিল নেই, এগুলি ব্যক্তিগতভাবে তৈরি করা সম্পদ। বেশিরভাগ দেশই ক্রিপ্টোকারেন্সিকে মান্যতা দেয়নি। কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি কেন্দ্রীয় ব্যাঙ্কের আওতায় তৈরি হবে। যা ভারত সরকারের নিজস্ব ডিজিটাল মুদ্রার সিলমোহর পাবে। অর্থাৎ সরকার দ্বারা অনুমোদিত। সহজ বাংলায় বলতে গেলে, এখন থেকে দু’ধরনের টাকা হবে। একটি ছাপা কাগজে। অন্যটি ডিজিটাল মাধ্যমে। দু’টি দিয়েই একই ধরনের কাজ করা যাবে।

ভারত নিজস্ব ডিজিটাল কারেন্সি তৈরি করতে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করবে। ইতিমধ্যে ব্যাঙ্ক বাজার ডট কম এর সিইও আদিল শেঠ বলেন, বিশ্বে কয়েকটি দেশের মত ভারত এবার নিজস্ব দেশে নিজস্ব ব্লকচেইন মুদ্রা চালু করতে চলেছে। আর এর ফলে ভারতের অর্থনীতির ওপর একটা বিশাল প্রভাব পড়তে পারে। ডিজিটালাইজড ফাইন্যান্সে ভারতের মর্যাদাকে ছোট করে দেখা হয়। এটা তাঁদের প্রতি একটা উপযুক্ত জবাব। দেশে এটা চালু হলে ব্লকচেইন, লোয়ার ওপেক্সের সুবিধা পাওয়া যাবে। এর সমস্ত প্রভাব সঠিকভাবে বোঝার জন্য অপেক্ষা করতে হবে।
আরবিআই আগেই জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা ও দেশের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়েই আগেই আলোচনা করেছেন। ৫৯২ তম রাজ্যপাল শক্তিকান্ত দাসের সভাপতিত্বে লখনউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে থেকেই এটি জানা গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন সময়ে বিটকয়েন-সহ একাধিক ক্রিপ্টোকারেন্সিগুলির মাধ্যমে আর্থিক তছরুপ, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান, কর ফাঁকির উদ্বেগ প্রকাশ করেছে। তাই নিজস্ব ডিজিটাল মুদ্রা আনতে চাইছে সরকার। এ থেকেই অন্যান্য ক্রিপ্টো সম্পর্কে সরকারের অভিপ্রায় স্পষ্ট। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করার ফলে এই ডিজিটাল মুদ্রারও যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে। ফলে কোনও ত্রুটি থাকলে চলবে না। সাধারণ মানুষ এই ডিজিটাল মুদ্রা  ব্যবহার করে সবই ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন। আগামী দিনে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মুদ্রা আন্তর্জাতিক বাজারের অনেকটা দখল করতে চলেছে বলে আন্দাজ করা হচ্ছে।

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News