লালবাজারের কড়া বার্তা

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার বাস ও মিনিবাসগুলির পথদুর্ঘটনা আটকানোর জন্য জারি হলো লালবাজারের করা নিয়মবিধি। ট্রাফিক সার্জেন্টদের করা নির্দেশও দেওয়া হয়েছে যে রাস্তায় কোনো বাস ও মিনিবাসের চালককে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখতে পাওয়া গেলে সাথে সাথেই আইনি পদক্ষেপ নিতে হবে। সংশোধিত মোটর ভেহিকেলস অক্ট চালু হওয়ার পর পরই কলকাতা পুলিশ ২০০ বেশি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 
প্রায় সময়ই দেখা মিলছে রেষারেষি করতে গিয়ে বাস-মিনিবাসের সংঘর্ষে প্রাণ হারাচ্ছে বহু মানুষ, আবার কেউ কেউ আহত হয়েছে। কয়েকজন যাত্রী এই বিষয় অভিযোগও করেছেন যে বাসমালিকেরা একে অত্যাধিক ভাড়া দাবি করেন কিন্তু যাত্রীদের সুরক্ষা, এবং স্বাচ্ছন্দের কোনো ব্যবস্থাই করেন না। যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ সবার আগে দেখা উচিত বাস মালিকদের। 

একজন পুলিস অফিসারের বক্তব্য, "সংশোধিত মোটর ভেহিকেলস অক্টের ১৯২ ধারায়, যদি গাড়ির বৈধ ফিটনেস  সার্টিফিকেট  না থাকে তাহলে ১০ হাজার টাকার জরিমানা দিতে হতে পারে। আবার  বৈধ  পারমিট ছাড়া গাড়ি চালালে একই বিধিনিষেধ জারি হয়েছে। তাছাড়া যদি গাড়িচালকের কাছে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে সেই অপরাধের ভিত্তিতে ট্র্যাফিক পুলিশ ৫,০০০ টাকা ফাইন নিতে পারে। 
কিন্তু অধিকাংশই গাড়িচালকদের বক্তব্য, "এরকম আইন হলে আমাদের অবস্থা তো একেবারে বোঝার ওপর শাকের আটি হয়ে উঠছে। এমনিতেই তেলের দাম আকাশ ছোঁয়া, তারওপর এরকম সরকারি নিয়মবিধি জারি, কোনদিকে যাবেন তারা?"

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News