Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

ছট পূজার ইতিবৃত্ত

banner

#Kolkata:

কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত প্রাচীন হিন্দু কারণ হলো ছট পুজো। মূলত বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশের কিছু অংশে ও নেপালের তরাই অঞ্চলে এই উৎসব পালিত হয়ে থাকে। প্রবাসী ভারতীয়দের হাত ধরেই উৎসব ধীরে ধীরে বিশ্বজুড়ে প্রচলিত রয়েছে।  

সূর্য তার পত্নী ও ঊষা ছটি মাঈ নামে পরিচিত তাকেই উপাসনা করা হয় মূলত। সূর্যের আলো ও তাপ এই পৃথিবীর জীবনচক্র আবর্তিত হয়। তাই তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এই পুজোর মাধ্যমে। ছট পূজা না আছে কোন মন্ত্র না আছে কোন মূর্তি। পুজোর দিন সকালে আবক্ষ জলে দাঁড়িয়ে সূর্য পূজা করা হয় ও মহিলারা যে যার ভাষায় নিজের মনষ্কামনা জানায় ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


কার্তিক মাসে অমাবস্যা দীপাবলি পালনের পর ষষ্ঠী তিথিতে ছট পুজো করা হয়। ছট কথাটি ষষ্ঠী নামের অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে। সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার কারণে একে ছট বলা হয়। দিপাবলীর পর চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত ছট পুজো হয়। 

ভারতের প্রথম দিনে নিরামিষভোজন করে শুদ্ধাচার গ্রহণ করতে হয়। দ্বিতীয় দিন থেকে শুরু হয় উপবাস। দিনভর নির্জলা উপবাস রেখে সন্ধ্যা আরতির পর ক্ষীরের ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করার রেওয়াজ। একে খরনা বলা হয়। তৃতীয় দিন অর্থাৎ ষষ্ঠীর দিন জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ অর্পণ করেন। পরদিন সকালে গঙ্গাবক্ষে চলে দাঁড়িয়ে উদীয়মান সূর্য কে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদান করা হয়। মিষ্টি থেকে আখ বিভিন্ন ফল-নাড়ু সহযোগে পুজা দেওয়া হয়, পুজো সমাপ্ত হলে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 


কিন্তু পুজো শেষ হয়েও শেষ হয় না। পুজোর শেষে জলাশয় গুলি নোংরা ও দূষিত হয় পরে। অর্পণ করা প্রসাদ ফুল পাতা জলে পড়ে থাকে। নষ্ট হয় প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা শহরে ছট পুজো এলে দুশ্চিন্তা কালোমেঘ গ্রাস করে পরিবেশ রক্ষা মন্ডলীদের। সরকারি নিষেধাজ্ঞা কোন কাজে দেয় না। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর কে পরিবেশ মন্ত্রক থেকে ইকোলজিক্যাল হ্যাবিটেট স্বীকৃতি দিয়েছে। প্লাস্টিক বর্জিত স্থান এটি। ছট পুজোর ফলে এখানকার জল দূষণের মাত্রা এত বেড়ে যায় যে অক্সিজেনের অভাবে মাছ মরতে শুরু করে। শয় শয় মানুষ জলে নামলে স্বাভাবিকভাবেই ওই বদ্ধ জায়গার জল ঘুলিয়ে ওঠে এবং জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। রবীন্দ্র সরোবরে ছট পুজো হবে না, তার নির্দেশিকা সরকারি তরফে দেওয়া হলেও তালা ভেঙে সিকিউরিটি গার্ড দের মারধর করা হয়েছিল। দিওয়ালিতে বায়ু দূষণ রুখতে সুপ্রিম কোর্টের রায় দিলে ছট পুজোর জল দূষণের কোনো সুরাহা নেই কেন?


Journalist Name : Satarupa Karmakar

Related News