মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য প্রথম চালু হল ডিজিটাল লকার

banner

#Pravati Sangbad Digital Desk:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। রাজ্যের প্রশাসনিক দফতর নবান্ন থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন - রাজ্যে তৈরি হয়েছে একটি ডিজিটাল লকার, যাকে ই-লকার বলা হয়। নাগরিকরা এই লকার থেকেই নিজেদের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র ডাউনলোড করতে পারবেন। এর পৃর্বেই কেন্দ্রীয় সরকার এমন একটি লকার তৈরী করেছিল। সেই লকারটির নাম ছিল ডিজিটাল লকার। সেই লকার রাজ্যেও কাজ করে।
এই লকার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক নিজেদের যাবতীয় সার্টিফিকেটও পেতে পারেন। পশ্চিমবঙ্গে প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কখনও এমন লকার ব্যবহার করা হয়নি। ই-লকার এমন একটি লকার যেখানে নাগরিকরা নিজেদের হারিয়ে ফেলা যেকোন নথিপত্র বা সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণভাবে এই ই-লকার রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তার ফলে নাগরিকদের এর গ্রহণযোগ্যতা সম্পর্কে দুশ্চিন্তার কোন কারণ নেই।
সূত্র মারফত জানা গেছে, এই নতুন লকারের সম্পূর্ণ নকশা থেকে শুরু করে লোগো অবধি সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তাঁর নিজস্ব উদ্যোগ এবং পরিকল্পনাতেই তৈরী হয়েছে ই-লকার। এই নয়া লকারটির নামকরণ হয়েছে বাংলার আইক্লাইড হিসাবে। এই নামও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই  দিয়েছেন। বুধবার ২৩ শে ফেব্রুয়ারী, নবান্নে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির প্রোমোশন বোর্ডের সভাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেছেন।

কিন্তু তার এই ঘোষণার পরেও থেকে গেছে সামান্য কিছু প্রশ্ন। রাজ্যের সমস্ত দফতরেই কি এই লকার দ্বারা নথি আদৌও গ্রহণীয় হবে ? সেই সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, - এই লকার যেহেতু সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাই এই লকার থেকে ডাউনলোড হওয়া  সমস্ত সার্টিফিকেটই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দফতরেই হবে গ্রহণীয়।
পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকরাই এই লকারের দরুণ বিপুল সুবিধা পাবেন। অনেকেরই নানানরকম সার্টিফিকেট রয়েছে। তা জন্ম থেকে মৃত্যু যে কোন সার্টিফিকেটই হতে পারে। আর এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেটই নানা সময় হারিয়ে যায়। পরে তা বিভিন্ন কাজের ছোট্ট দরকার পড়লে খুঁজে পাওয়া সম্ভব হয় না। এমন বহু অসুবিধায় পড়তে হয় নাগরিকদের। এবারে হয়তো সেই সমস্যা মিটতে চলেছে। সমস্ত নথি নির্দিষ্ট একটি জায়গায় থাকলে আর হারিয়ে যাওয়া সম্ভব হবে না এবং কোনভাবে হারিয়ে গেলেও তা এই নতুন লকারের মাধ্যমে ডাউনলোড করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News